মুরাদনগরের শ্রীকাইল ইউপি চেয়ারম্যান বরখাস্তের আদেশ স্থগিত


মুরাদনগরের শ্রীকাইল ইউপি চেয়ারম্যান বরখাস্তের আদেশ স্থগিত
মুরাদনগরের শ্রীকাইল ইউপি চেয়ারম্যান বরখাস্তের আদেশ স্থগিত
মুরাদনগরের শ্রীকাইল ইউপি চেয়ারম্যান বরখাস্তের আদেশ স্থগিত
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ১নং শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে মহামান্য হাইকোর্ট ডিভিশন।
বরখাস্ত হওয়ার ১ মাস ৭ দিন পর গত ২৩ জানুয়ারি (বুধবার) মহামান্য হাইকোর্টের বিচারপতি তারিক উল-হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবির এর সমন্বয়ে গঠিত ১০নং বেঞ্চে এ আদেশ দেন। বিষয়টির ব্যাপারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব, একই মন্ত্রনালয়ের উপ-সচিব, জেলা প্রশাসক কুমিল্লা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদনগর, কুমিল্লাকে অনুলিপিও প্রদান করা হয়েছে। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষে রীট পিটিশনটি (৯১/২০২০) পরিচালনা করেন এডভোকেট সৈয়দ আব্দুল্লাহ আল-মামুন।

উল্লেখ্য, রোহিঙ্গা নাগরিককে জন্ম সনদ দেওয়ার অভিযোগ এনে বিগত ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মো. ইফতেখার আহম্মেদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১নং শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সাময়িক বরখাস্ত স্থগিত হওয়া ১নং শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি কোন রোহিঙ্গা নাগরিককে জন্ম সনদ দেননি। একটি মহল পরিকল্পিত ভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি মহামান্য হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। একই সাথে তিনি ইউনিয়ন বাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ জানান, আমার অফিসে জমা দেওয়া এডভোকেটের সার্টিফাই কফি থেকে বিষয়টি জেনেছি। তবে অফিসিয়ালী ভাবে এখনো কোন কাগজপত্র পাইনি।
প্রকাশঃ মঙ্গলবার , ২৮ জানুয়ারী ২০২০ ইং




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.