দেবিদ্বারে কারিগরি শিক্ষায় আগ্রহ বাড়ছে
দেবিদ্বারে ২০০৫ সালে সর্বপ্রথম কারিগরি
শিক্ষাবোর্ডের আওতাধীন বিএম কলেজ স্থাপন করা হয়। পরবর্তীতে জাফরগঞ্জ মীর আব্দুল গফুর
কলেজে বিএম কোর্স চালু করা হয়। ২০১২ সালে গড়ে তেলা হয় হেল্থ ইনস্টিটিউট। বর্তমানে
কারিগরি শিক্ষার দিকে ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়ছে। নি¤েœ এসব প্রতিষ্ঠানের সাফল্যচিত্র তুলে ধরা হলোঃ
এবিএম গোলাম মোস্তফা ইনস্টিটিউট অব হেলথ
টেকনোলজি ঃ বাংলাদেশে বর্তমানে সরকারি বেসরকারি হাসপাতালের অভাব না থাবলেও দক্ষ জনশক্তির
অভাব রয়েছে। দক্ষ প্যাথলজিস্ট ও টেকনোলজিস্ট তৈরির লক্ষে ২০১২ সালে কুমিল্লার দেবিদ্বার
সদরের উপজেলা পোস্ট অফিসের পাশে গড়ে তোলা হয়েছে এবিএম গোলাম মোস্তফা ইনস্টিটিউট অব
হেলথ টেকনোলজি। এর প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম সরকার। এর তত্বাবধানে রয়েছে মা-মনি জেনারেল
হসপিটাল। যে কোন শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫০ পাওয়া ছাত্র-ছাত্রীরা
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারে। প্রতিষ্ঠানটি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন, কলেজ কোড
৬৫১২৮। এখানে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার, টেকনোলজি, ডিপ্লোমা ইন ল্যাবরেটরী
মেডিকেল টেকনোলজি (প্যাথলজি), ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল টেকনোলজিতে ৪০ জন করে ছাত্র-ছাত্রী
ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে এ প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা ৮০ জন। এ প্রতিষ্ঠানের
অধ্যক্ষ ডা. সায়মা আফরোজ নীরু,এমবিবিএস, ডিজিইউ, গাইনী। এর জরুরী যোগাযোগ নম্বরঃ ০১৭৪২-৭৫০৮৮২।
এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম সরকার বলেন- মেডিক্যাল টেকনোলজি কোর্সের ব্যাপক
চাহিদা রয়েছে। এ কোর্স সম্পাদন করতে পারলে মাসে ১৫/২০ হাজার টাকা উপার্জণ করা কঠিন
কিছু নয়। এছাড়া এখানে অর্থের পাশপাশি সম্মান ও রয়েছে।
ভোষনা আদর্শ টেকনিক্যাল
এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ঃ এ নামে দেবিদ্বারের ভোষনায় একটি কারিগরি প্রতিষ্ঠান
রয়েছে। ১০টি কক্ষ বিশিষ্ট একটি টিনশেড বিল্ডিং এ এর কার্যক্রম চলছে। দক্ষ জনবল সৃষ্টির
লক্ষে দেবিদ্বার পৌরসভার ভোষনা গ্রামে ২০০৫ সালের জানুয়ারি মাসে কলেজটি স্থাপিত হয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ১৩/০৭/২০০৫ ইং তারিখে প্রতিষ্ঠানটি স্বীকৃতি
লাভ করে। এখানে উন্নতমানের কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি রয়েছে। জরুরী যোগাযোগ নম্বরঃ
০১৮১৮-৬৩৬৮০৪
জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ ঃ
দেবিদ্বারের জাফরগঞ্জে মীর আব্দুল গফুর কলেজ নামে একটি কলেজ রয়েছে।
১৫ অগাস্ট ১৯৮৬ মীর আব্দুল গফুর এ কলেজটি প্রতিষ্ঠা করেন। ২০০৫ সালের ১ জুলাই থেকে
এখানে বিএম শাখা খোলা হয়। এ কলেজের বিএম শাখায় ১২০ জন ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতি
রয়েছে। এখানে কারিগরি শিক্ষার আদর্শ পরিবেশ বিদ্যমান রয়েছে। বর্তমানে অধ্যক্ষ হিসেবে
দায়িত্ব পালন করছেন একেএম মহসিন ভূইয়া। এ প্রতিষ্ঠানের জরুরী যোগাযোগ নম্বর ঃ ০১৭১৬-১১৮৯৯৮– Posted on June 27, 2013মমিনুল ইসলাম মোল্লা॥