১. অধ্যাপক মেরাজুল ইসলাম ছাত্রদের বলেন যে, “ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ”মতো একটি বণিক সংঘ তাদের খেয়াল খুশিমত ভারত শাসন করুক তা ব্রিটিশ সরকার চায়নি। এজন্য ব্রিটিশ সরকার বিভিন্ন সনদ আইন ও ভারত শাসন আইন তারা পাশ করে। এগুলোর মধ্যে ১৯০৯ সালের মর্লো মিন্টো সংস্কার আইন, ১৯০৯ সালের ভারত শাসন আইন, এবং ১৯৩৫ সালের ভারত শাসন আইন ছিল খুবই গুরুত্বপূর্ণ। ১৯৩৫ সালের আইনে প্রাদেশিক স্বায়ত্ব শাসন দেয়া হয়। যা ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে পূর্ণতা লাভ করে। ইংরেজরা তখন ভারতবাসীর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করে।
ক.ইংরেজগণ ভারতে এসেছিল কোন দেশ থেকে ?
খ. দ্বিজাতিতত্বের মূলমন্ত্র কী ?
গ. উদ্দীপকে ১৯৩৫ সালের যে আইনের কথা বলা হয়েছে তার প্রথম ৪টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
ঘ. এ আইনে প্রাদেশিক স্বায়ত্বশাসন কতটুকু কার্যকর হয়েছে বলে তুমি মনে কর ?
২. জানে আলম সাহেব একজন তুখোর রাজনীতিবিদ। তিনি ইসলাম ধর্মের অনুসারীদের জন্য পৃথক আবাসভুমি প্রতিষ্ঠার জন্য তার দলের বার্ষিক সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপন করেন। উক্ত প্রস্তাবে একাধিক নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত ছিল।
ক. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ?
খ. ১৯৫২ সালে ভাষা শহীদেরা কেন প্রাণ দিয়েছিলেন ?
গ. জানে আলম সাহেবের পেশকৃত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা কর।
ঘ. তোমার পঠিত উক্ত প্রস্তাবে স্বাধীন বাংলাদেশের বীজ নিহীত ছিল তুমি কি এ বক্ততব্যের সাথে একমত যুক্তি সহকারে লিখ।
৩.“ ক ও খ” একটি বড় রাষ্ট্রের দুই অঞ্চল । ক অঞ্চলের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে ক্ষমতা আকড়ে রাখে। এতে “খ” অঞ্চল বৈষম্যের শিকার হয়। এ বৈষম্য থেকে মুক্তির লক্ষে অঞ্চলের একজন মহান নেতা কিছু কর্মসূচী পেশ করেন। উক্ত কর্মসূচীতে প্রাদেশিক সরকারকে ক্ষমতা প্রদানের দাবী অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এতে মুদ্রা ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে কোন বক্তব্য ছির না।
ক. “রাজনৈতিক ব্যক্তিত্ব ঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ ”অধ্যায় থেকে যে কোন একজন মনীষীর নাম লিখ.খ. মুজিবনগর সরকার সম্পর্কে কি জান? গ. উদ্ীপকে উল্লেখিত “খ ”অঞ্চলের মহান নেতার উত্থাপিত কর্মসূচীর সাথে তোমার পঠিত কোন কর্মসূচীর মিল আছে ? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে বিবৃত কর্মসূচী এবং তোমার পঠিত কর্মসূচীর মধ্যে কোনটিকে তুমি উত্তম মনে কর? যুুক্তি দাও।
৪.জনাব বরকত আলী হজ্ব পালন শেষে দেশে ফিরে এসে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি কৃষকদের জমিদার ও মহাজনের অন্যায়ের বিরুদ্ধে সচেতন করে তুলেন। সরকার তাকে দেশদ্রোহী হিসাবে ঘোষণা দেয় এবং তাকে প্রতিহত করার উদ্যোগ নেয়। তিনি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে পতিরোধ গড়ে তুলেন।
ক.ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
খ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন ?
গ. জনাব বরকত আলীর কার্যক্রমের সাথে উপমহাদেশের কোন সংস্কারকের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সংস্কারকের আত্মত্যাগ বাঙ্গালীদেরকে মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে ।যুক্তিসহ লিখ ।
৫.মিতার দেশের সংবিধান একটি লিখিত সংবিধান। সংসদীয় পদ্ধতির সরকার , দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি এ সংবিধানের মূল বৈশিষ্ট্য। এ সংবিধান সংশোধনের জন্য আইনসভার তিন চতুর্থাংশ সদস্যের সমর্থনের প্রয়োজন রয়েছে। সংবিধানটিতে জনগণের মৌালিক অধিকারের উল্লেখ থাকলেও রাষ্ট্র পরিচালনায় “ মূলনীতির” কোন উল্লেখ নেই।
ক. সংবিধান মানে কি ?
খ. বাংলাদেশে আইন তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
গ. মিতার দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের কি কি মিল আছে দেখাও।
ঘ. বাংলাদেশের সংবিধান মিতার দেশের সংবিধানের তুলনায় উত্তম- তুমি কি একমত যুক্তি দাও ।
৬.খলিল সরকারের এমন একটি বিভাগের প্রধান যে বিভাগ দেশ পরিচালনার জন্য নতুন নতুন আইন প্রণয়ন করে এবং সরকারের আয় ব্যায় নির্ধারণ করে। উক্ত বিভাগের অনুমোদন ব্যতীত কর ধার্য করা যায় না। নির্বাহী বিভাগও উক্ত বিভাগের নিকট দায়ী।
ক. বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান কে ? খ. উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা কি ? গ. উদ্দীপকে খলিল সরকারের যে বিভাগের সদস্য সেটির কার্যক্রমের সাথে বাংলাদেশের কোন বিভাগের কার্যক্রম মিল আছে ব্যাখ্যা কর। ঘ. জলিলের যথাযথ ভ’মিকা পালনের উপরই ঐ বিভাগের সফলতা নির্ভরশীল –তুমি কি একমত যুক্তি দাও ।
৭. জনাব কাদের নেওয়াজ দুই বছর পূর্বে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। তার দক্ষতা ও সততার জন্য মহামান্য রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন। চেয়ারম্যান হিসাবে সরকারী কর্মকর্তাদের নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনা করেন। এ ধরণের সংস্থা দেশকে মেধাবী ও সৎ প্রশাসনের উপহার দিয়ে থাকে।
ক. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি ? খ. সংসদ সদস্যপদ শূন্য হওয়ার কারণ কী ? গ. উদ্দীপকে জনাব কাদের নেওয়াজ বাংলাদেশের কোন সাংবিধানিক সংস্থার চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান? উক্ত সংস্থার গঠন লেখ। ঘ. উদ্দীপকের সাংবিধানিক সংস্থাটি “ দেশ ও জাতিকে মেধাবী ও সৎ প্রশাসন উপহার দিতে পারে। মূল্যায়ণ কর।
৮. এলাহীপুর একটি স্বাধীন সার্বভৌম রাজ্য। এ রাজ্যের শাসক সম্প্রতি সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয় ” মর্মে একটি নীতি গ্রহণ করেন। তার গৃহীত নীতি রাজ্যের সকল নীতির অংশ, যা অন্যান্য রাজ্যের সাথে সম্পৃক্ত। তাছাড়া এলাহিপুর রাজ্যের রাজা সকল রাজ্যের সম অধিকার , নিরাপত্তা, শান্তি ও নিরাপেক্ষতায় বিশ্বাাসী হয়েই এ নীতি গ্রহণ করেছেন।
ক. জন্মলগ্নে সার্কের সদস্য সংখ্যা কত ছিল ?
খ. এশিয়ার আঞ্চলিক সহযোগীতা সম্প্রসারণে সার্কের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে ? ধারণাটি ব্যাখ্যা কর।
ঘ. সকলের সাথে বন্ধুত্ব , কারো সাথে শত্রুতা নয় ” উক্তিটি উদ্দীপক ও মূলপাঠ্যে বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
৯. “ক” সাহেব একজন ব্যবসায়ী । তিনি প্রতিদিন তার পণ্যে বিভিন্ন ধরণের ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার করেন। একবার ভ্রাম্যমান আদালত তাকে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার এর জন্য জরিমানাও করে। অতি মুনাফার লোভে তিনি জেনে শুনে নাগরিক সমস্যাকে সৃষ্টি করেছেন
ক.সার্ক এর পূর্ণ রুপ কি ? খ. বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা ? গ. উদ্দীপকে উল্লেখিত “ ক” সাহেব এর কর্মকান্ড কোন সমস্যাকে নির্দেশ করে ? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখ।
১০. বাসিত সাহেব একজন খ্যাতনামা ব্যবসায়ী। তিনি ঢাকার একটি বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত। তিনি তার ক্ষমতার জোরে পরিবার এর অনেক সদস্যকে উক্ত প্রতিষ্ঠানে চাকুরি দেন। তার এ অন্যায় নীতির কারণে অনেক মেধাবী ছাত্রীরা এ প্রতিষ্ঠানে চাকুরি থেকে বঞ্চিত হন।
ক. এ কে ফজলুল হকের বাড়ি কোথায় ? খ. ইভ টিজিং প্রতিরোধে মেয়েরা কি ভূমিকা পালন করতে পারে ? গ. বাসিত সাহেবের কার্যক্রমে সমাজ জীবনের কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে উল্লেখিত সমস্যা প্রতিহত করতে নাগরিক সমাজের কী করনীয় তোমার পাঠ্যসূচীর আলোকে মূল্যায়ণ কর।
১১. একজন মার্কিণ পর্যটক ঢাকার একটি ঐতিহাসিক বন পরিদর্শন করে তার ডাইরিতে লিখেন- “ একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব ঢাকায় জন্ম গ্রহণ করেন। তিনি শিক্ষা সমাপ্ত করে ডেপুটি ম্যােিষ্ট্রটট হিসাবে সরকারি চাকুরিতে যোগদান করেন। কিন্তু মুসলমানদের দুরাবস্থা ও অসহায়ত্ব দেখে তিনি ব্যাথিত হন। তাই তিনি লোভনীয় সরকারি চাকুরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। ভাইসরয় ররার্ট মিন্টার সাথে রাজনৈতিক বিষয়ে সাক্ষাৎ করেন। ঢাকার পাঁচটি প্রতিষ্ঠান তারই অবদানে প্রতিষ্ঠিত।
ক. বাঙ্গালীর ম্যাগনাকার্টা কাকে বলা হয় ? খ. বাাঁশের কেল্লা কি ? গ. উদ্দীপকে মার্কিণ পর্যটক কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কে ডাইরিতে লিখেন ? তার একটি রাজনৈতিক অবদান লিখ। ঘ. উদ্দীপকে ডাইরীতে লেখা “ ঢাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান তারই অবদানে প্রতিষ্ঠিত।” – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।