মুজিব শতবর্ষ উপলক্ষে গল্প ( কনভার্ট করা ) প্রতিযোগিতা



বাংলা আমাদের মায়ের ভাষা আমাদের লিখার ভাষা এক হলেও বলার ভাষা প্রতিটি জেলা-উপজেলায় কিছুটা ভিন্ন আমরা আনঅফিসিয়ালী আমাদের প্রিয়জনদের সাথে সে ভাষায় মন খুলে কথা বলি যেমনছেলে কতগুলো উপভাষা পাওয়া যায় ঢাকা, সাওয়াল, খুলনা-সওয়াল, বগুরা- ব্যাটা, পাবনা- ছাওয়াল, দিনাজপুরছাওয়া, যশোর- শ্যাল, চট্টগ্রাম- পোয়া, কুমিল্লা- পুৎ ,সিলেট - পোয়া, ফরিদপুর- পোলা ১৫ দিনের মধ্যে নিচের লিখাটি আপনার জেলা-উপজেলার আঞ্চলিক ভাষায় কনভার্ট করে মোবাইল নাম্বারসহ  ইনবক্সে পাঠান যথাযথ সঠিক অনুবাদের জন্য পুরস্কার দেয়া হবে ( সভাপতি, কনফিডেন্ট লিসেনার্স সোসাল সার্ভিসেস ক্লাব, এলাহাবাদ, কুমিল্লা ০১৭১১-৭১৩২৫৭)
স্বার্থপর দৈত্য শিশু
আমাদের গ্রামের ছেলেমেয়েরা গল্প শুনতে চাওয়ায়, আমি এক কথায় রাজী হয়ে গেলাম গল্পটা আপনারাও শুনেন আশা করি তাদের মত আপনাদেরও ভাল লাগবে আর যদি আপনাদের ভাল না- লাগে , তাহলে দয়া করে সন্ধ্যা বেলা আমাদের বাড়ি আসবেন যাক, অনেক্ষণ বক বক করেছি এখন তাহলে কান খাড়া করে শুনুন
               স্বার্থপর দৈত্যটি নিরবে দরজা খুল্ল, তারপর ধীরে ধীরে বাগানে চলে গেল ছেলে মেয়রা যখন তাকে দেখল, তারা ভয়ে পালালকেবল একটি বালক দৌড়াতে পারলনা কারণ তার চোখ পানিতে এমনভাবে ভরে গিয়েছিল যে, সে দৈত্যের আগমন দেখতে পেলনা দৈত্যটি তাকে পিছন থেকে তুলে নিল এবং আস্তে আস্তে হাতে বসাল তারপর গাছে রাখল


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.