মুরাদনগরে আগুনে বসতঘড় পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি


মুরাদনগরে আগুনে বসতঘড় পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি
মুরাদনগরে আগুনে বসতঘড় পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীর ঘোড়াশাল গ্রামের শাহ আলম ভান্ডারীর বসতঘর শুক্রবার রাতে আগুনে পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়লে নগদ ১০ হাজার টাকা, আসবাবপত্রসহ যাবতীয় মালপত্র পুড়ে যায়। এ সময় উপস্থিত কারো কাছে দমকল বাহিনীর নাম্বার না থাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় রাত ১টা ২০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় এসএম শাহিন আহম্মেদ জানান, আগুন লাগার সাথে সাথে দমকল বাহিনীকে ফোন দিতে পারলে হয়তো ক্ষতির পরিমান কম হতো। আমি নাম্বার সংগ্রহ করতে করতে দেখি আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.