মুরাদনগরে মাদক, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের-Anti-narcotics meetingমমিনুল ইসলাম মোল্লা


মুরাদনগরে মাদক, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের/Anti-narcotics meeting
মুরাদনগরে মাদক, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের-Anti-narcotics meetingমমিনুল ইসলাম মোল্লা
মুরাদনগরে মাদক, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের-Anti-narcotics meetingমমিনুল ইসলাম মোল্লা

, কুমিল্লার মুরাদনগরে ১১শত শিক্ষার্থী মাদক, ধর্ষন ও দূর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছেন এবং দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছেন। শনিবার সকালে উপজেলার পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদকবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে শিক্ষার্থীরা মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেম ও সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করেন।

আরো দেখুন
সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভূঞা। সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোরশেদ আলম, সংগঠনের উপদেষ্টা মনির হোসেন ও সদস্য মির্জা ফাহাদ প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাউসার আলম সোহেল।


Google translate
Anti-narcotics meeting
An anti-narcotics meeting was organized on Saturday morning at Lal Green Development Association, a voluntary organization run by Tiffin money at Pir Kashimpur RN High School grounds in Muradnagar Upazila. At the end of the meeting, students displayed red cards to drugs, militancy, child marriage, rape and corruption and green cards to patriotism and truth.02/01/2020


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.