✎গত দেড় যুগে পেশাগত দায়িত্ব পালনসহ বিভিন্ন ঘটনায় দেশের ৫০ সাংবাদিক হত্যাকান্ডের শিকার হয়েছে, এসব হত্যাকান্ডের সঠিক বিচার করতে হবে। সম্প্রতি গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের উপর রাজনৈতিক ও জঙ্গী হামলাসহ যে নারকীয় ও ন্যাক্কারজনক হামলা, আক্রমন ও মিথ্যা মামলায় হয়রানী করা হচ্ছে তা রাষ্ট্রীয় আইন করে বন্ধ করতে হবে এবং প্রতিটি ঘটনায় জড়িত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধে, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করণে বিশ্বের সাংবাদিক সেবী সংগনগুলো এগিয়ে আসারও জোর দাবী জানান। শনিবার দেবিদ্বারে যথাযোগ্য মর্যদায় ১৩ এপ্রিল ‘দেবিদ্বারে সাংবাদিক নির্যাতন দিবস’ পালনকালে সাংবাদিকরা ওই দাবী তুলে ধরেন।
![]() |
| সাগর-রুনীসহ ৫০ সাংবাদিক হত্যাকান্ডের সঠিক বিচার চাই |
দিবসটি উদযাপন উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিকেল ৩ টায় একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন রনীর পরিচলানায় সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে প্রেসক্লার কার্যলয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি দেবীদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, মুরাদনগর প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক হুরবানু আক্তার পলি, যুগ্ম- সম্পাদক ডাঃ মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পদক একেএম মিজানুর রহমান কাউছার, সাংবাদিক মোঃ মমিনুল ইসলাম মোল্লা, মোঃ রফিকুল ইসলাম রাজু, ডাঃ আবুল কাসেম, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, এড. সুদীপ রায়, শামিমা ফেরদৌসী সুমী, মোঃ সাইফুল ইসলাম, এস এম তোফায়েল আহমেদ জালাল, মোঃ আমির হোসেন আমু, মোঃ সাইফুল ইসলাম (মিঠু), মোঃ সাইদুল ইসলাম সাহিদ, মোঃ ওমর ফারুক, মোঃ সুমন আহম্মেদ প্রমূখ।
উল্লেখ্য ২০০৬ সালের ১৩ এপ্রিল দেবিদ্বার প্রেসক্লাবের উদ্যোগে এবং বিসিডিজেসি’র সহযোগীতায় দেবীদ্বার প্রেসক্লাব চত্তরে আয়োজিত “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিক নির্যাতন বিরোধী সেমিনার” পন্ড করে দিয়েছিল কুমিল্লা-৪ নির্বাচনী (দেবিদ্বার) এলাকার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর নির্দেশে তারই সশস্ত্র সন্ত্রাসী ক্যাডার বাহিনী ও বেতনভোগী ২ সাংবাদিক। সন্ত্রাসীরা সেমিনারে হামলা, মাইক, মাইক্রোফোন, চেয়ার টেবিল ভাংচুর এবং লুটপাটেই সীমাবদ্ধ ছিলনা, তারা সেমিনারে আমন্ত্রীত অতিথি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র প্রধান সম্পাদক গাজিউল হাসান খান, দৈনিক আমাদের সয়ম’র সম্পাদক নাঈমুল ইসলাম খান, বিডি নিউজ ও সাপ্তাহিক‘৭১’র সম্পাদক রাশেদ চৌধূরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক ইত্তেফাক’র সিনিয়র ষ্টাফ রিপোর্টার সৈয়দ আখতার ইউছুফ, ইকোনিমিকস রিপোর্টার্স ফোরাম’র সভাপতি ও দৈনিক ইনকিলাবের নগর সম্পাদক জাকারিয়া কাজল, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরামের ভাইস প্রেসিডেন্ট ও নয়াদিগন্তের শিফট ইনচার্জ মোঃ একরামুল্লাহিল কাফি, ফোরামের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারসহ ৭সম্পাদক ও সাংবাদিক নেতা এবং শতাধিক সাংবাদিকসহ উপস্থিত সূধীদের লাঞ্ছিত করে ও হুমকীর মুখে সভাস্থল থেকে বের করে দেয়। দেবিদ্বারেরর সাংবাদিকরা ২০০৭ সাল থেকে ১৩ এপ্রিলকে ‘সাংবাদিক নির্যাতন দিবস’ হিসাবে এদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম মোল্লা
১৩/০৪/১৩ ইং
