খেলনা পিস্তল নিষিদ্ধ করুন


 নববর্ষ উপলক্ষে সারা দেশে মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া সারাদেশে বিভিন্ন সময় মেলা অনুষ্ঠিত হয়। এসব মেলায় শিশুদেও খেলনা পাওয়া যায়। শিশুরা খেলনাা প্রিয়। েেথকে আমরা হাতি, ঘোড়া, বিমান, জাতীয় খেলনার পাশাপাশি খেলনা পিস্তল দিয়ে থাকি। এ ধরনের খেলনা শিশুরা খুব পছন্দ করে। তাই আমরা আমাদের সোনামনিদের হাতে পিস্তল দিয়ে থাকি।  আর এ পিস্তল নিয়ে তারা একে ভয় দেখায় ,ওকে ভয় দেখায় ,এভাবে সে মজা পায়।

শিশুরা বড়দের নিকট থেকে শিক্ষা লাভ করে।  মুলত মা- বাবা, পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠ জনদের নিকট সে শিক্ষা লাভ করে। তাই পিস্তল জাতীয় খেলনা দিয়ে শিশুকে ভাল কিছু শিক্ষা দেয়া সম্ভব নয়। এছাড়া বিভিন্ন যায়গায় ডাকাতির সময় অরিজিনাল পিস্তলের পাশাপাশি খেলনা পিস্তলও ব্যবহার করা হয়। তাই পিস্তল জাতীয় কোন খেলনা দেয়া অদৌ ঠিক কিনা ভেবে দেখা প্রয়োজন । তবে আমাদের মনে হয় সবচেয়ে ভাল হয় এধরনের বিপদজনক খেলনা উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধ করা উচিত। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি।মমিনুল ইসলাম মোল্লা

প্রেসিডেন্ট , কনফিডেন্ট (লিসেনার্স) ক্লাব,

এলাহাবদ,কুমিল্লা-৩৫৩১।






শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.