Inauguration of the 400-year-old Varaswari Temple at Muradnagar মুরাদনগর উপজেলার শ্রীকাইলে ৪’শ বছরের পুরানোমন্দিরের সংস্কার

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে ৪’শ বছরের পুরানো সর্বজনীন শ্রী শ্রী বরদেশ্বরী কালি মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে মন্দির প্রাঙ্গণে বিশিষ্ট শিল্পপতি ও আ’লীগ নেতা বিশ্বজিৎ সরকার বিষুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। প্রদীপ আচার্যোর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নারায়ন দেব নাথ, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, শ্রীকাইল কলেজের প্রাক্তন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, উপজেলা পুজাঁ উদযাপন কমিটির সভাপতি নিত্য নন্দন রায়, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন: কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ তমাল, পূর্বধইর ইউপি চেয়ারম্যান অধ্যাপক বন কুমার শিব, উপজেলা উদ্ভিদ উপ-সহকারি প্রদীব কুমার সাহা, স্থানীয় মুসলেহ উদ্দিন মাস্টার, আউয়াল সওদাগর, আব্দুস সাত্তার, নিজামুল হক মাস্টার, শুকলাল দেবনাথ, লিটন রক্ষিত, নারায়ন সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী জিসু, সুমন সরকার, শ্যামল কর প্রমূখ।কুমিল্লাজেলা প্রতিনিধিঃ

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.