ঐতিহ্যঃ দেবিদ্ধারের এলাহবাদের সিরাজ চেয়ারম্যান

  • ঐতিহ্যঃ দেবিদ্ধারের এলাহবাদের সিরাজ চেয়ারম্যান
  • ## স্কুল জীবনের কথা তখন তিনি ৮ম শ্রেণীতে পড়েন জয়নাল আবেদীন স্যার বাংলা ক্লাশে জীবনের লক্ষ্য রচনা লিখতে দিলেন অনান্য ছাত্র- ছাত্রীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার বাসনা প্রকাশ করলেও তিনি লিখেছিলেন জনগণের সেবা করবেন
    তিনি শৈশবের কথা রেখেছেন, ২০ বছর ধরে দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম চেয়ারম্যান। জনগণের ভালবাসায় সিক্ত সহজ সরল মানুষটি আগামীতেও এলাহাবাদ ইউনিয়নের জনগণের সহযোগীতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
  • ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ  ১৯৮৩অনুযায়ী চেয়ারম্যান ইউরনয়ন পরিষদের প্রধান কেন্দ্র বিন্দু ।তিনি সকল কাজ তদারক করেন । চেয়ারম্যান তার অধীনস্ত মেম্বার,মহিল ম্বোর সচিব, দফাদার ও চৌকিদারের মাধ্যমে  ১০টি আবশ্যকীয় এবং ৩৮টি ঐচ্ছিক কাজ সম্পাদন করেন।
  • বাংলাদেশে সরকারের প্রকাশনের , ১১,৫৯ ৬০ অনুচ্ছেদের আলোকে স্থানীয় সরকার হিসাবে ইউনিয়ন পরিষদ গঠিত  পরিচালিত মোহাম্মদ জিরাজুল ইসলাম সরকার 1965 সালে দেবিদ্বারেরমোহাম্মদপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম অঅব্দুল মালক সরকার। তিনি একজন ব্যাবসায়ী ছিলেন। | সিরাজ সরকার কৃষি ব্যবসার সাথে জড়িত ১৯৮৮ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৩নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করেন তবে জয়ের জন্য নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়নি সিলেকশনে মেম্বার হিসেবে বিজয় লাভ করেন ১৯৯২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন  পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তারপর আর পীছু ফিরে তাকাতে হয়নি। সর্বশেষ ২০০৩ সালের নির্বাচনে জয়ী হয়ে এখনও জনগণের ভালবাসা নিয়ে  সম্মানের সাথে চেয়ারম্যানের দায়িত্ব
  •  পালন করে যাচ্ছেন। এলাহাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে তিনি এলাহাবাদ মাজার-বামনীসাইর ,এলাহাবাদ- হারসার,  শ্রীপুর মোহাম্মদপুর এবং মোহাম্মদপুর কলেজ থেকে খাল পর্যন্ত রাস্তা নির্মাণ করেন  এছাড়া এলাহাবাদ ফুলতলী (  কিঃমিঃ) ফুলতলী খিরাইকাল (  কিমি) মোহাম্মদপুর গাদিসাইর (  কিঃ মিঃ) এবং এলাহাবাদ গৌরসার  ( কিঃ মিঃ) রাস্তা সংস্কারে বিশেষ অবদান রাখেন সিরাজ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার আগে  এলাহাবাদ ইউনিয়নে কোন পাকা রাস্তা ছিল না তার সহযোগীতায় চরবাকর নবীয়াবাদ, দেবিদ্বার-চান্দিনা, জায়রগঞ্জ-বরকামতা, জাফরগঞ্জ-সীমারকান্দা, এলাহাবাদ বাজার-উটখাড়া মাজার, লাহাবাদ হাই স্কুল থেকে নলপুস্করনী পর্যন্ত রাস্তা পাকা করার কাজে সহযোগীতা করেন এলাহাবাদ ইউনিয়নে এলাহাবাদ মোহাম্মদপুরে ২টি কলেজ এলাহাবাদ, মোহাম্মদপুর ফুলতলীতে ৩টি হাই স্কুল আছে এছাড়া ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাদ্রাসাও রয়েছে এলাহাবাদও মোহাম্মদপুরে। এছাড়া কেজি স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেরউন্নয়নে তিনি বিশেষ অবদান রেখেছেন। এছাড়া এলাহাবাদ,শুভপুর,শ্রীপুর শাহী ঈদগাহ, এবং  শাহী ঈদগাহ এবং সংস্কার উন্নয়নএবং এলাহাবাদ, শুভপুর, কুড়াখাল ও মোহাম্মদপুরের একাংশে তিনি বিদ্যুৎ আনার ব্যবস্থা করেন। সিরাজুল ইসলাম সরকার বলেন, যে কোন কাজে হাত হাত দিয়ে জণগণের  সহযোগীতায় সফল হয়েছি আজীবন এলাহাবাদ ইউনিয়নের জনসাধারণের  সেবা করতে চাই
  • (মমিনুল ইসলাম মোল্লা , নিউজ আরকাইভস থেকে সাপ্তাহিক আমোদ 26/11/2009)

 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.