তাশাহ্হুদে বসে শাহাদাত আঙ্গুল একবার উঠানাে । আঙ্গুল দ্বারা একবার ইশারা করার কোন দলীল নেই । এর পক্ষে কোন জাল হাদিস ও নাই । শাইয়খ আলবানী ( রহঃ ) বলেন , প্রচলিত আছে যে , “ লা ইলাহা ' বলার সময় আঙ্গুল উঠাতে হবে । কেউ বলেন , " ইল্লাল্লাহু বলার সময় উঠাতে হবে। এগুলাে সবই ব্যক্তি মতামত । হাদীছে এগুলাের কোন দলীল নেই । ছহীহ সনদে নেই , যঈফ সনদে নেই , এমনকি জাল সনদেও নেই । অনুরূপভাবে আঙ্গুল উঠিয়ে রেখে দেয়ারও কোন ভিত্তি নেই । বরং ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে , সালাম পর্যন্ত আঙ্গুল নড়াতে থাকতে হবে ।(মিশকাত হাদিস ৯০৬ এর টীকা দ্র১/২৮৫ পৃ) উল্লেখ্য যে , অনেকে আঙ্গুল উঠিয়ে রাখে কিন্তু ইশারা করে না । এটাও ঠিক নয় । কারণ উক্ত মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ ।
Author: ভাইরাল নিউজ বিডি
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
এ সম্পর্কিত আরও খবর
- ব্লগার মন্তব্
- ফেইসবুক মন্তব্য
