মুরাদনগরের নয়াদিগন্তের সংবাদদাতা আব্দুল আওয়াল এর ইন্তেকাল

 

মুরাদনগরের নয়াদিগন্তের সংবাদদাতা আব্দুল আওয়াল এর ইন্তেকাল

 বিভাগ : গণমাধ্যম  প্রকাশের সময় :৩ জুলাই, ২০২১ ৮:১৫ : অপরাহ্ণ

মমিন মোল্লা মুরাদনগর,কুমিল্লা :
দৈনিক নয়া দিগন্তের মুরাদনগর দাতা ও সদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল আউয়াল সরকার (৫৪) শনিবার সকাল সাড়ে ৭টায় মুরাদনগর মাস্টার পাড়া নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘ দিন বিভিন্ন রোগে ভুগছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। শনিবার বাদ জোহর মুরাদনগর কেন্দ্রীয় মাদরাসা ময়দানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি জাহাপুর ইউনয়িন রাণী মুহুরি হাফেজিয়া ও এতিমখানা মাদরাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.