মুরাদনগরে বৃষ্টির পানি ঢুকে মুজিব কর্নারের ক্ষতি
বিভাগ : দেশের খবর প্রকাশের সময় :৮ জুলাই, ২০২১ ৩:২০ : অপরাহ্ণমমিন মোল্লা,মুরাদনগর :
কোম্পানীগঞ্জে বিদ্যালয়ে বৃষ্টির পানি জমে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ঐ বিদ্যালয়ের নাম বদিউল আলম উচ্চ বিদ্যালয়। সরেজমিনে দেখা যায় বৃষ্টির পানি ঢুকে বিদ্যালয়ের অনেক প্রয়োজনীয় কাগজপত্র-আসবাপত্র ও মুজিব কর্ণারের ছবি নষ্ট হয়ে গেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বাজারের পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন বিদ্যালয়ের ভেতর দিয়ে গোমতী নদীতে নেওয়া হয়েছে। কিন্তু ড্রেনগুলো অচল থাকায় ড্রেন দিয়ে বিদ্যালয় থেকে পর্যাপ্ত পানি অপসারণ হয়না।
এছাড়াও আশে পাশের বেড়ি বাঁধের পানি ঢালাও ভাবে স্কুলের ভেতর এসে জমা হয়। এই দুই দিকের পানি স্কুলে প্রবেশ করে। যার ফলে সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয় বিদ্যালয়ের তিনটি অফিস ও ছয়টি শ্রেণিকক্ষ। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মুজিব কর্ণারের ছবিসহ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজ ও আসবাপত্র নষ্ট হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহম্মেদ জানান, বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকবার কতৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদের বার বার আশ্বাস দিলেও এখন পর্যন্ত যথাযথ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
