দাউদকান্দিতে কিশোর গ্যাংয়ের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন



দাউদকান্দি প্রতিনিধি, নুরুন্নবী দাউদকান্দিতে কিশোর গ্যাংয়ের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পুটিয়াতে কয়েকটি গ্রামের হাজার হাজার নারী-পুরুষ বাসরা গ্রামের বাঁধন, সুমন, সজীব সরকারসহ কতিপয় কিশোর গ্যাংদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করে। এসময় উপস্থিত বক্তারা বলেন, 'এলাকায় বাঁধন, সুমন ও সজীব সরকারের চাঁদাবাজি, মাদক ব্যবসায় অতিষ্ঠ আমরা । তাদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা, কেউ বাড়ি নির্মাণ করতে গেলে চাঁদা না দিলে রড, সিমেন্ট, ইট জোরপূর্বক নিয়ে যায়। শুধু তাই নয়, কখনো কখনো মিথ্যা মামলা দিয়ে অনেককে হয়রানি করে'। বক্তারা আরও বলেন, 'অনতিবিলম্বে এ সকল অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ সময় গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন, আলি আহমদ মিয়াজি, মোঃ হুমায়ুন কবির , ইসমাইল মজুমদার, আলমগীর সরকার, নুরুল ইসলাম মাস্টার প্রমুখ। এ ব্যাপারে দাউদকান্দি সার্কেল এএসপি মোঃ জুয়েল রানা বলেন, 'কিশোর গ্যাংসহ যে কোন অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরু টলারেন্স এবং আমরা এব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। এদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে কিশোর গ্যাংদের বিরুদ্ধে ফৌজদারী মামলা নেয়া হয়েছে'।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.