।।মো. শরিফুল ইসলাম।।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে স্বল্প দুরত্বের যাত্রীদের দুর্ভোগ রোধে ইলিয়টগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত ‘চলাচল মিনি বাস সার্ভিস’ উদ্বোধন করা হয়। সোমবার (১৭ আগস্ট) সকালে মহাসড়কে ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে ওই মিনি বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রধান অতিথি- নিটল নিলয় মটরস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাফর উল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইন-চার্জ মো. জিয়াউল হক চৌধুরী টিপু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন - চলাচল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন, পরিচালক কেএম জামাল, মো. কামাল মুন্সি, মো. আনোয়ার হোসেন, ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মিঠুন বিশ্বাস, এস.আই সুজন দত্ত, মো. বিল্লাল হোসেন, মো. মোতাহার হোসেন প্রমুখ।
চলাচল মিনিবাস সার্ভিসের পরিচালক কেএম জামাল বলেন, মহাসড়কে স্বল্প দুরত্বের যাত্রীদের প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়। তাই যাত্রীদের ভোগান্তি রোধ করতে বৈধ উপায়ে রুট পারমিট নিয়ে ‘চলাচল মিনিবাস সার্ভিসের’ যাত্রা শুরু হলো। যাত্রীরা সার্ভিসে চলাচল করে আরাম পাবেন। সিটের অতিরিক্ত যাত্রী বহন করা হবে না।
