সরাইলে ৬ দিনের ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু

 

সরাইল প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাত্র ৬ দিনের ব্যবধানে একই পরিবারে আপন দুই ভাই এর মৃত্যুতে স্বজনসহ শোকাহত এলাকাবাসী। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সরাইল উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের মরহুম মাওলানা সিদ্দিক উল্লাহ’র বড় ছেলে বশির উল্লাহ ও ছোট ছেলে হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১১ আগস্ট) বিকাল ৪টা ৫০ মিনিটে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই বশির উল্লাহ মারা যান। এর আগে করোনা উপসর্গ নিয়ে মরহুম বশির উল্লাহর ছোট ভাই হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকায় বড় ভাই এর লাশ দেখার সুযোগ হয়নি। বড় ভাই মারা যাওয়ার ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঐ হাসপাতালে আজ সোমবার (১৬ আগস্ট) ১২টা ৪৫ মিনিটে ছোট ভাই হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ মারা গেছেন। আজ (সোমবার) বাদ এশা আলীনগর মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুম বশির উল্লাহ মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র এবং মরহুম হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ মৃত্যুকালে স্ত্রী, ২পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
    মাত্র ৬ দিনের ব্যবধানে একই পরিবারের আপন দুই ভাই এর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করার পাশাপাশি শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.