মুরাদনগর উপজেলার ভুবনঘর গ্রামের আলি আকবোর মাসুম (১৬) গতকাল শুক্রবার (২০/০৮/২০২১) বিকাল ৩ ঘটিকায় নিজ বাড়ি থেকে মুরাদনগর যাওয়ার জন্য রওনা হয় কিন্তু তারপর থেকে তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল আত্মীয়দের বাসায় খোঁজ নিয়েও আমার ভাগিনার কোনো হদিস পাচ্ছি না।
মাসুমের পিতার নাম মোঃহারুনর রশীদ। সে মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় স্কুলের
১০ শ্রেণির কমার্সের ছাত্র । মাসুমের মামা জানান, তার কাছে কোনো মোবাইল ফোন ও নেই।
কোন সহৃদয় বান ব্যাক্তি যদি কেউ তাকে দেখে থাকেন দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো +8801940409469 , +8801918529456 নিউজটি সবাই শেয়ার করবেন । আপনার একটা শেয়ারে অনেক উপকার হবে।
