সংবাদদাতাঃমুরাদনগর
উপজেলার ডারপা গ্রামের নাম মোহাম্মদ
মোমিন ব্যাপারী। তার
বাবার নাম তাহের ব্যাপারী বাড়ি
। তিনি
দীর্ঘ তিনবছর যাবৎ লিভারের
সমস্যায় ভুকছেন। নিজের
অর্থনৈতিক অবস্থা একেবারে শূন্য। দুইবার
ডাক্তার দেখানো হয়েছিল আগের চেয়েও কিছুটা
ভালো হলেও সমস্যা এখনো
শেষ হয়নি। টাকার
জন্য আর ডাক্তার দেখানো
যায়নি। তিনি
একসময় অনেক পরিশ্রমী একজন
মানুষ ছিলেন। এখন
নিজের জীবন নিয়ে সংকটাপন্ন
অবস্থায় আছেন।
এমনতা
অবস্থায় তিনি ওনার চিকিৎসার
জন্য নিজ গ্রাম ও
আশেপাশের মানুষকে ওনার প্রতি এগিয়ে
আসার আহবান করেছেন ও
আর্থিক সহযোগিতা চেয়েছেন। সবাই
ওনাকে অল্প অল্প করে
সহযোগিতার হাত বাড়িয়ে দিন।। মোঃ
সাদ্দাম হোসেন ব্যাপারী।
পারসোনাল বিকাশ নাম্বার ঃ
0174-2346954.