আজ কুমিল্লার মুরাদনগর উপজেলার "ভূবনঘর মডার্ণ এগ্রো"র অমৌসুমে বারোমাসী তরমুজ, হলুদ তরমুজ ও রক মেলন/সাম্মাম এর প্রোজেক্ট পরিদর্শন করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন মুরাদনগরের উপজেলা কৃষি অফিসার জনাব মাইন উদ্দিন আহমেদ সোহাগ স্যার সহ উপজেলা কৃষি অফিস, মুরাদনগর এর টিম। এটি মুরাদনগরে বারোমাসী তরমুজ চাষের ১ম উদ্যোগ।
কৃষি উদ্যোক্তা জনাব Sham Sul Hoq অনেক পরিশ্রম করে
গড়ে তুলেছেন দৃষ্টি নন্দন এ
প্রোজেক্টটি। মালচিং
পেপারে ও নেট দিয়ে
চাষ করেছেন। মাছি
পোকা দমনে জৈবিক ফেরোমন
ফাঁদ ও ব্যাবহার করেন
তিনি। ইনশা
আল্লাহ ভালো লাভের আশা
করছেন তিনি। সময়
এখন বানিজ্যিক কৃষির। কৃষিই
সমৃদ্ধি।
