।। মো: শরিফুল ইসলাম ।।
কুমিল্লার চান্দিনায় পবিত্র আশুরা ও শাহাদাতে কারবালা শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকালে ছায়কোট মাদ্রাসা এ নূরীয়ার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
এতে ছায়কোট মাদরাসা এ নূরীয়ার নির্বাহী পরিচালক মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন - কুয়েত ওয়াকফ আল সানাদ এর কান্ট্রি ডাইরেক্ট হাফেজ মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন -মাও. কাজী হুমায়ূন কবির আজাদী, হারুনুর রশিদ মেম্বার।
মাওলানা হুমায়ুন কবির এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন - অবসরপ্রাপ্ত অফিসার মুহাম্মদ আব্দুল হাকিম,মুফতী আহমদ রেজা,মাও. কাজী আব্দুর রশিদ, ঢাকা শিশু হাসাপাতালের পরিসংখ্যান অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম, মাদরাসার সদস্য সচিব সালাহউদ্দিন, শিক্ষা বিষয়ক সমন্বয়ক মাও মুহাম্মদ আব্দুল হাকিম রেজভী, হাফেজ মুহাম্মদ জুনাইদ, হাফেজ মুহাম্মদ শফিকুল ইসলাম, ক্বারী মিনহাজুল ইসলাম, মুহাম্মদ শহিদুল ইসলাম, মো. শরীফুল ইসলাম প্রমুখ।
বক্তারা আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন আমাদেরকে ইমাম হোসাইন রাদিআল্লাহু তাআ'লা আনহু এবং আহলে বাইতের প্রতি মোহাব্বত বুকে ধারণ - লালন করা ও তাদের পদাংক অনুসরণ করে দৈনন্দিন জীবন পরিচালনা করা ঈমানী দায়িত্ব ও কর্তব্য। ব্যক্তি আচরণে ধৈর্য ও ন্যায় প্রতিষ্ঠায় কারবালার এই শিক্ষা প্রতিফলিত করতে হবে।
