এই ছেলেটি শুক্রবার দুপুর ১২ টার দিকে মুরাদনগর সোনার বাংলা স্কুলের দিকে পাওয়া গেছে। ছেলেটার নাম জাহিদ,
বাবার নাম কামাল,মার নাম কুলসুম।এছাড়া ছেলেটি আর কিছুই বলতে পারেনা। আনুমানিক বয়স ৪ বছর হবে।
ছেলেটি এখন মুরাদনগর চৌধুরী কান্দি ভূঁইয়াবাড়ি মালু ফকিরের বাসায় আছে। ছেলেটাকে কেউ যদি চিনে থাকেন দয়াকরে এই নাম্বারে যোগাযোগ করেবেন।
