ইত্তেফাক ২২ আগস্ট ১৯৭১
শিরােনাম সুন্দরবনে পাক সেনাবাহিনীর হাতে ৫১ জন চর নিহত , রাজাকার অর্ডিন্যান্স জারি, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সির ডেপুটি পরিচালক মরিস জে উইলিয়ামস এর সাথে টিক্কা খানের সাক্ষাৎ, ইরানে আফ্রিকা ও পাক মিশন প্রধানদের সম্মেলন গুপ্তচর সন্দেহেশরনার্থীদের তল্লাশি, নভেম্বরে ইন্দিরার যুক্তরাষ্ট্র সফর। ২৬ আগস্ট নিক্সন-হিরােহিতাের সাক্ষাৎকার, পশ্চিমবঙ্গের গভর্নর পদে এন্থনি ডায়াস , ৩০ আগস্ট ইন্দিরার পশ্চিমবঙ্গ সফর, তিন লীগ একত্রীকরণ সমাচার।
