স্বাস্থ্যসেবায়এলাহাবাদ জনকল্যাণ ফাউন্ডেশন

 viral news bd 

এলাহাবাদজনকল্যাণ ফাউন্ডেশন  এর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা বিষয়ক সেবা করা।


আমাদের সাধ্যমত মানুষকে সার্বিক সহায়তা প্রদান করা।আমাদের কার্য বিবরণী উল্লেখ করা হলো;-

১, করোনা(মহামারি) নিয়ে সাধারন মানুষের মাঝে জনসচেতনতা বাড়ানো।

২, এলাকার কোন লোক রোগাক্রান্ত হলে! ডাঃকামরুল হাসান (রুবেল) ভাইয়ের পরামর্শ ক্রমে, রোগী "করোনায়" আক্রান্ত কি না! বা তার কোনো "ডায়াবেটিকস" অথবা "শ্বাসকষ্ট" আছে কি!না! তা নিশ্চিত হওয়া এবং সে অনুযায়ী কার্যকরী ব্যবস্তা গ্রহন করা।
২, এলাকার করোনা সাসপেক্টেড রোগীর অক্সিজেন লেভেল দেখে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহন করা এবং রোগীর অক্সিজেন এর প্রয়োজন হলে তা ব্যবস্তা করে সার্বক্ষণিক খোজ খবর রাখা।
৩, মাঝে মধ্যে আমাদের জনকল্যাণ স্বাস্থ্য ফাউন্ডেশন এর অফিসে মেডিক্যল ক্যম্প করা হবে। যাতে করে সাধারণ মানুষের সাস্থ্য সেবা পেতে কষ্ট করে দেবিদ্ধার/চান্দিনা যেতে না হয়!
৪, মেডিকেল ক্যাম্প এ দেখা কোন রোগীর সমস্যা হলে প্রেসক্রিপশন এর ছবিসহ অনলাইনে ডাঃ কামরুল হাসান (রুবেল) ভাই এর সমাধান দিবেন।।
৫,, করোনার লক্ষণ নিয়ে কোনো লোক মারা গেলে তার দাফন,কাফন এর ব্যবস্তা গ্রহন করা।
সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমীন
রাসেল আহমেদ, এলাহাবাদ জনকল্যাণ ফাউন্ডেশন

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.