ভাইরাল নিউজ বিডিঃসংবাদদাতা, মুরাদনগর,কুমিল্লা।।
অক্সিজেন সেবায় যারা অর্থ ও শ্রম দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অান্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।করোনার এই দুঃসময়ে রোগীদের বেশি প্রয়োজন পরে অক্সিজেন সেবা। আমাদের শ্রীকাইল, ভূতাইল, চারিপাড়া ও সাহেদাগোপ গ্রামে ইতিমধ্যে প্রায় ১০-১৫টি অক্সিজেন সিলেন্ডার বিভিন্ন সু-হৃদয়বান ব্যক্তিরা দান করেছেন। আমি মন থেকে তাদের জন্য দোয়া করি। কারন হসপিটালে নেওয়ার পূর্বে এলাকা থেকে অক্সিজেন দিতে পারলে হয়তো অনেক রোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে।
শুধু করোনা কালীন সময়ের জন্যই নয়, অন্য যে কোন সময়েও আমার -আপনার অসুস্থতার ক্ষেত্রে এই সেবার প্রয়োজন লাগতে পারে। ধন্যবাদ জানাই চিকিৎসা সেবার মানবিক ক্ষেত্রে গ্রাম এলাকায় এই অক্সিজেন সিলেন্ডার রাখার ব্যবস্থা করার জন্য।
---------------------------------- এম কে আই জাবেদ,
শ্রীকাইল, মুরাদনগর, কুমিল্লা।
