Viral news bd -Online
বাংলাদেশে যখন বড়দেরই কেবল রোবোটিক্সের সঙ্গে পরিচয় ঘটছে, ঠিক সেরকম একটা সময়েই ছোটদেরও রোবোটিক্সের সাথে পরিচয় ঘটাতে জন্ম হয়েছে বাংলাদেশী প্রতিষ্ঠান টেক একাডেমির।
![]() |
| বাংলাদেশী টেক একাডেমী |
সেই ২০১৩ সালে টেক একাডেমির প্রতিষ্ঠার পর থেকে এটি বাংলাদেশের শিশু কিশোরদের সাথে রোবোটিক্স ছাড়াও অ্যানিমেশন, গেম ডেভেলপমেন্টসহ প্রযুক্তির নানা দিক নিয়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে।
এদিকে প্রথমবারের মতো বাংলাদেশর টেক একাডেমির কাজের ক্ষেত্র তৈরী হল পৃথিবীর অন্যতম প্রভাবশালীদের মার্কিন যুক্তরাষ্ট্রে।আরো পড়ুনঃসন্তানের ইসলামি নাম রাখা মুসলিম পিতার কর্তব্য
এই প্রথম কোন বাংলাদেশী কোম্পানি হিসেবে সান ফ্রান্সিসকোর একটি স্কুলের শিক্ষাথীদের STEM শেখাচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান টেক একাডেমি। সূত্র: বিবিসি বাংলা।
