ইতালি বাংলাদেশী প্রবাসীদের হেল্প লাইন।✅ফেসবুক গ্রুপ পরিবারের সকল সদস্য ভাই বোন দের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনাদের সকলের প্রিয়
ইতালি বাংলাদেশী প্রবাসীদের হেল্প লাইন।✅গ্রুপটি কোন ব্যবসায়িক গ্রুপ নয়। গ্রুপটির পরিচালনা পরিষদের একমাত্র উদ্দ্যেশ্যেই হলো আমাদের ইতালি তথা ইউরোপের প্রবাসীদের কল্যাণে গ্রুপটিকে ব্যবহার করা। যাতে করে আমাদের প্রবাসী ভাইয়েরা খুব সহজেই কোন তথ্য সংগ্রহ করতে পারে এবং যেকোন সমস্যার সমাধান চেয়ে পোস্ট করতে পারে এবং সহজেই সমাধান করতে পারে।
কিছুদিন যাবৎ খেয়াল করছি কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং imoব্যবসায়িরা গ্রুপে প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছে। যা আমরা পরিচালনা পরিষদ এপ্রোভ করছি না। আর এর পাশাপাশি আমাদের দেশী দালাল ভাইদের পোস্টের দৌড়াত্ব তো আছেই।
সকল সদস্য ভাইদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, কোন ব্যবসায়িক পোস্ট, কোন এজেন্সীকে প্রমোট বিষয়ক পোস্ট, শেয়ার পোস্ট, অপ্রয়োজনীয় কোন খবর বা ভিডিও আমরা কোনক্রমেই এপ্রোভ করব না। দয়া করে এইসব পোস্ট করা থেকে বিরত থাকুন। অন্যথায় নিয়মানুযায়ী এইসব পোস্ট কারীকে ব্লক করে দেয়া হবে।
আসুন আমরা সবাই একে অন্যের উপকারে এক হয়ে কাজ করি।
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
অনুরোধক্রমেঃ-
ইতালি বাংলাদেশী প্রবাসীদের হেল্প লাইন।✅
পরিচালনা পরিষদ।
