মা আমার 'মা'।মা আমার রাজধানীর "শিকদার মেডিক্যাল " এর 'আই,সি,ইউ,তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মহান করুণাময় আল্লাহপাকের দরবারে ফরিয়াদ জানিয়ে চলেছি, তিনি যেন আমার মা'কে সুস্থ করে দেন। তার প্রাণ ভিক্ষা করে চলেছি। আমার মন গভীর আশঙ্কায় নিমজ্জিত। সারা দেশের আকাশ আমার মনের মতোই গুমোট মেঘাচ্ছন্ন। মহান আল্লাহর রহমত থেকে নিরাশ হই নাই। তার দয়া, রহমতের প্রতিক্ষায় প্রহর গুনছি। আপনারা সবাই আমার মা'র জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন, তিনি যেন আমার মা 'কে সুস্থতা ও হায়াত দান করেন। মহান আল্লাহ সব কিছুরই নিয়ন্তা। তার ইচ্ছাই চুড়ান্ত। মহান আল্লাহর রহমত কামনা করে চলেছি। আমার মা'কে মহান আল্লাহ আরো কিছু দিন হায়াত বৃদ্ধি করে দিন। তার কোলে মাথা রেখে, তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ প্রত্যাশী। দুরুদুরু বুকে মহান আল্লাহর নিকট প্রার্থনা করে চলেছি। তিনি যেন আমার মা'কে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। পিতৃহারা সন্তানের আকুতি, মা'এর জীবন ভিক্ষা চাই মহান আল্লাহর নিকট। রাব্বির হাম হুমা কামা রাব্বি ইয়ানি সগীরা।
আমিন।আবু তাহের, কুমিল্লা।