সংস্থার নাম বদলে দিলেন মার্ক জুকারবার্গ। এদিন মার্ক জানালেন, "ফেসবুক" এখন থেকে মেটা।' হঠাৎ করে সোশ্যাল মিডিয়া জায়েন্ট facebook-এর এই নাম পরিবর্তনে অবাক বিশ্ব।
বৃহস্পতিবার একটি লাইভ স্ট্রিমিংয়ে এই নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন মার্ক জুকারবার্গ। তিনি বলেন, মেটাভার্সে গোপনীয়তা এবং নিরাপত্তা তৈরি করা দরকার।
বিভিন্ন রিপোর্টে উল্লেখ, বেশ কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্রান্ডিং করতে চেয়েছিলেন জুকারবার্গ। যেখানে f ফেইসবুক শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে থাকবে না। এবার সেই রাস্তায় হাঁটতেই ফেসবুকের নাম পরিবর্তন করলেন জুকারবার্গ। জানা গিয়েছে, এখন সংস্থা এমন একটি মেটাভার্স তৈরি করতে চলেছে, যেটি একটা ভার্চুয়াল পৃথিবীর মতো হবে।