শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
১১ নভেম্বর আর ভোট হচ্ছে না
৫ জন প্রার্থীর মধ্যে ঘোড়াশাল গ্রামের রজ্বব হোসেন ২৭ অক্টোম্বর মনোনয়পত্র প্রত্যাহার করেছেন।
ফলে অভিভাবক পদে নির্বাচিত ৪ জন হলেন:
১নং ব্যালটের আব্দুল কাইয়ুম (সোনাকান্দা)
২নং ব্যালটের জাকারিয়া সরকার (শাহগদা)
৩নং ব্যালটের মোজাম্মেল হক নাছির (শ্রীকাইল)
৫ নং ব্যালটের সহিদুল ইসলাম বাবু (শ্রীকাইল)।
এছারাও দাতা সদস্য পদে শ্রীকাইল গ্রামের আব্দুল কুদ্দুস এবং মহিলা অভিভাবক সদস্য পদে ভূতাইল গ্রামের নাজমা আক্তার আগেই একক প্রার্থী থাকায় নির্বাচিত হয়েছেন।