কেন বন্ধ হবে, আগে তা দিয়ে শুরু করা যাক। প্রথমত, ফেসবুক ব্যবহারের শর্তাবলি না মানলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। কিছু উদাহরণ দিই। যেমন ফেসবুকে ভুয়া নাম ব্যবহার করলে, অন্য কারও পরিচয়ে অ্যাকাউন্ট খুললে, অবৈধ কিছু পোস্ট করলে, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন করলে, কিংবা কাউকে হয়রানি করলে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। সেটা ২৮ তারিখেও হতে পারে, যদি ফেসবুক সেদিন আপনার অ্যাকাউন্টে ত্রুটি খুঁজে পায়।
তবে এখন পর্যন্ত সে তালিকার কোথাও বলা নেই, ‘ফেসবুক প্রটেক্ট’ সচল না করলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা ‘প্রটেক্ট’ নামের নিরাপত্তা সুবিধাটি সবার জন্য না। নির্দিষ্ট নোটিফিকেশন না পেলে চাইলেও তা চালু করতে পারবেন না ব্যবহারকারী। চলুন দেখা যাক, সুবিধাটি আসলে কী এবং কাদের জন্য।