দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে উদযাপিত
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে উদযাপিত নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় আজ ২২ অক্টোবর দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে উদযাপিত হয়েছে। “গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা ও দাউদকান্দি হাইওয়ে থানার যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে (নিসচা) উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আলমগীর হোসেনের তত্বাবধানে এবং কমিটির অন্যতম সদস্য কবি আলী আশরাফ খানের সঞ্চালনায় সচেতনতামূলক পথসভায় বক্তব্য রাখেন, নিসচা'র উপদেষ্টা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম শোভন, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি ও চান্দিনা সার্কেল) মো: জুয়েল রানা, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম, হাইওয়ে ট্রাফিক ইন্সপেক্টর ফরিদুল ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মো: নুর জালাল প্রধান, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন প্রধান, ...
