মুরাদনগর গাজীরহাটে মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন


 মুরাদনগর গাজীরহাটে  মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :  কুমিল্লার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মুরাদনগর উপজেলার গাজীরহাট বাসষ্ট্যান্ডে প্রায় কয়েক শতাধিক ব্যবসায়ী জড়ো হয়ে বৃহস্পতিবার দুপুরে এ সমাবেশ করেন ।


 সমাবেশে বক্তারা বলেন, গাজীরহাট বাজারে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সুরক্ষার স্বার্থে কিছু গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। যে সিদ্ধান্ত সকলে মেনে নেয়। কিন্তু দু:খের বিষয় হচ্ছে, বলিঘর গ্রামের জালাল মিয়া, সুজন মিয়া ও গাজীপুর গ্রামের সুক্কু মিয়া মেনে নেয়নি। তারা একটি কুচক্রী মহলের প্ররোচনায় কুমিল্লার ৮নং আমলী আদালতে ৩টি মামলা করেছে। 


এতে আসামী করা হয় গাজীরহাট বাজার পরিচালনা কমিটি’র সাধারন সম্পাদক ও আকুবপুর ইউনিয়ন আওয়ামীলীগে’র সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,গাজীরহাট বাজার বণিক সমিতি’র সদস্য ও বাঙ্গরা বাজার থানা সেচ্ছসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাছেল মিয়া, গাজীরহাট বাজার বণিক সমিতি’র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ তারিফ, গাজীরহাট বাজারে’র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জনি,শিক্ষার্থী মোহাম্মদ সৌরব মিয়া প্রমূখ।


গাজীরহাট বাজার কমিটির উপদেষ্টা অগ্রণী ব্যাংকে সাবেক এজিএম আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা নাছির উদ্দিন নয়ন মাস্টার, সমাজ সেবক আব্দুর রউফ, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, অর্থ সম্পাদক সফিকুল ইসলাম স্বপন, সদস্য রাসেল মিয়া, ব্যবসায়ী আল-আমিন প্রমূখ। 

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন: কমিটির উপদেষ্টা গোলাম মহিউদ্দিন মেম্বার, অজি উল্লাহ মাষ্টার, খোকন মিয়া, ইউপি সদস্য গোলাম মুর্শিদ, কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম ও সমাজ সেবক আব্দুল কাদির মেম্বারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।


 এ ঘটনায় ব্যবসায়ীদের স্বার্থ যেমন ক্ষুন্ন হচ্ছে, তেমনি ভবিষ্যতে বাজারের সুরক্ষা বা শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সার্বিক বিবেচনায় সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও হয়রানিমূলক এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে বাজারের ব্যবসায়ী এলাকাবাসী।


বক্তারা আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আকুবপুর ইউনিয়ন আওয়ামীলীগে’র সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও গাজীরহাট বাজার বণিক সমিতি’র সদস্য, বাঙ্গরা বাজার থানা সেচ্ছসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাছেল মিয়া আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তাই একটি মহল তাদের বিরুদ্ধে প্রতিহিংসা মূলক এই ষড়যন্ত্র করে মামলায় দায়ের করেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.