উপাদানগুলি
এক জন
1 কাপ গরম জল
২চা চামচ ইনস্ট্যান্ট কফি(যে কোনো ব্র্যান্ডের)
১ চা চামচ পিওর কোকোনাট অয়েল
২ চা চামচ হেভি হুইপিং ক্রিম
১ চা চামচ বাটার
ধাপগুলি
প্রথমে একটা পাত্রে এক কাপ গরম জল বসালাম।জলটা সম্পূর্ণ ফুটে গেলে একটা কাপে ২ চা চামচ কফি দিয়ে ৩/৪ চা চামচ গরমজল দিয়ে কফি টা খুব ভালো করে গুলে নিলাম।এরপর দুই চা চামচ হুইপিং ক্রিম দিয়ে বাকি গরম জল ঢেলে দিলাম। ওর মধ্যে এক চামচ কোকোনাট অয়েল ও এক চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ওয়েট লস্ করতে সাহায্য কারি কিটো কফি বা বুলেট কফি।।