গৌরীপুর মাইলস্টোন কলেজ ক্যাম্পাস ২য় শাখার শুভ উদ্বোধন


 দাউদকান্দির আঙ্গাউড়ায় গৌরীপুর মাইলস্টোন কলেজ ক্যাম্পাস ২য় শাখার উদ্বোধন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি:

৩ জানুয়ারী ২০২২ইং গৌরীপুর মাইলস্টোন কলেজ ক্যাম্পাস ২য় শাখার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়ায় গৌরীপুর মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ২য় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ দিপু মনি। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফিতা কেটে ক্যাম্পাস উদ্বোধন করেন, ১৭ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নোমান সরকার। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর কামাল মডার্ণ হসপিটালের স্বত্বাধিকারী রোটারিয়ান মোঃ কামাল উদ্দিন, কবি, কলামিস্ট ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. আলী আশরাফ খান, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া তালুকদার, নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) কুমিল্লা জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হানিফ খান। এসময় উপস্থিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।


অনুষ্ঠানের প্রথমে প্রভাষক মোঃ আব্দুস ছালামের উপস্থাপনায় কুরআন তিলাওয়াত করেন, ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।

পরে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

ব্লাড ডোনার্স গৌরীপুরের-সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাসান, প্রতিষ্ঠানের প্রভাষক সেলিনা ইসলাম, প্রভাষক নুসরাত জাহান, জিপিএ-৫ প্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থী-সুমাইয়া আক্তার ও মোসাম্মৎ পায়েল।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

ছাত্রনেতা মোঃ আব্দুল আলীম সোহাগ, 'সৃষ্টি''র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম রাসেল, সুশীল সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি 

মোঃ রুহুল আমিন, তিতাসের তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহাম্মেদ, দড়িকান্দি ভিশন-২০২৫ এর সভাপতি মেহেদী হাসান আল-আমীন, জিয়ারকান্দি সমাজকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা রাসেল মুন্সী, সভাপতি সজীব সরকার বাবু, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহাগ, ছাত্রনেতা হাসান সামি, সুশীল সমাজ সংগঠনের সদস্য মোঃ নাহিদ সরকার প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ নোমান সরকার তাঁর বক্তব্যে বলেন, 'গৌরীপুর মাইলস্টোন স্কুল এন্ড কলেজ গত ৪ বছরে ভালো ফলাফল ও শিক্ষা প্রদানের ক্ষেত্রে এক নান্দনিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি'। এসময় তিনি আরও বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উন্নয়নে

 যে কোন সহযোগিতা করতে আমরা প্রস্তুত। আর তা

আমাদের এলাকার প্রয়োজনেই করা উচিৎ বলে আমি মনে করি'।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.