কুমিল্লার মুরাদনগর উপজেলার সন্তান মো: এনামুল হক খানের বহু বছরের সাধনা ও লেখনীর ফসল ইতিহাস ও ঐতিহ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলা বইটি প্রকাশিত হয়েছে।
তিনি এই বইটিতে তুলে ধরেছেন গ্যাসসমৃদ্ধ বিশাল বিস্তৃত মুরাদনগর উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। মুরাদনগর উপজেলার কৃষ্ণপুর নামক এক অজপাড়াগাঁয়ে জন্ম মো: এনামুল হক খানের। পিতা মরহুম আব্দুর রহমান খান ছিলেন একজন শিক্ষক ও নীতিবান মানুষ। ইতিহাস ও ঐতিহ্যের এ বইটিতে রয়েছে উপজেলার অবস্থান, মুক্তিযুদ্ধের কথা, প্রাকৃতিক পরিবেশ, এলাকার সমাজ ব্যবস্থা, মানুষের বংশ ও নামের শেষে উপাধির কথা, আছে এলাকার মেহনতী মানুষের ফসল উৎপাদনের কথা, শিক্ষা ব্যবস্থার কথা, স্কুল- কলেজ মাদরাসা প্রতিষ্ঠার কথা, প্রতিষ্ঠাতাদের জীবনী।
আছে এলাকার পশুপাখির কথা অন্যান্য প্রাণী ও বৃক্ষরাজির কথা। আছে এলাকার মানুষের আবাস, জমিদারদের কথা, হাল চাষের মাধ্যমে মানুষের কষ্টের উপার্জন, সন্তানদের বিয়ে, যাত্রা নাটক ও জারি গানের কথা, আছে কুংস্কার ও প্রবাদ বচনের কথা, আছে নদনদী, খাল বিল, পুরনে দিনের মসজিদ, মাজার, মঠ, খেলাধূলা সাংস্কৃতিক কার্যক্রমের কথা। আছে গ্রাম ও স্থানের নামকরণের ইতিহাসসহ আরো অনেক তথ্য