মুরাদনগর মোহাম্মদপুরে মাওলানা আব্দুল বারী পীর সাহেবের জানাযা শেষে দাফন সম্পন্ন
মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর দরবার শরীফের পীর মাওলানা আব্দুল বারী পীর সাহেব ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর তাহার নিজ বাড়িতে বর্ধক্য জনিত অসুস্থতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর, তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য ভক্ত মুরিদান ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মাওলানা আব্দুল বারী কসবা আড়াইবাড়ী দরবার শরীফের অন্যতম খলিফা ছিলেন এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন। শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর রাহাত আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজা পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ তা'লিমে হিযবুল্লাহ কেন্দ্রীয় আমির ও সোনাকান্দা দরবার শরীফের পীর মাওলানা মুহাম্মাদ মাহমুদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী (দৌলতপুর) , মাওলানা মোঃ আব্দুর রহিম, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোঃ উবাইদুল্লাহ, হাফেজ মোঃ মুক্তার হোসেন, হাফেজ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম, মোহাম্মদপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান, আব্দুর রহমান মাস্টার, আব্দুস সালাম সরকার, মোঃ মাকসুদুর রহমান প্রমূখ। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা মোঃ শাহাদাত হোসেন।
এম কে আই জাবেদ
