মুরাদনগরের কোম্পানীগঞ্জে আইপিএসের চাহিদা বাড়ছে


মুরাদনগরের কোম্পানীগঞ্জে আইপিএসের  চাহিদা বাড়ছে
মুরাদনগরের কোম্পানীগঞ্জে আইপিএসের  চাহিদা বাড়ছে
মুরাদনগরের কোম্পানীগঞ্জে আইপিএসের  চাহিদা বাড়ছে
বিদ্যুৎ বিভ্রাটের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে চাই একটি আইপিএস অসহ্য গরমের সময় কিছুটা হলেও শান্তির সুবাতাস বইবে আপনার গৃহে বিদ্যুতের এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে তাই মানুষ এখন কিনছে আইপিএস (তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ) কুমিল্লা শহর উপজেলার  প্রায় প্রতিটি আইপিএসের দোকানে বিক্রি বেড়ে গেছে দ্বিগুণ কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জে আইপিএস বিক্রয়কারী নির্ভরযোগ্য  প্রতিষ্ঠানসমূহঃ
সামিয়া আফরোজ ব্যাটারীঃ মেসার্স সামিয়া আফরোজ ব্যাটারী নামে মুরাদনগর রোডে কোম্পানীগঞ্জ ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে প্রতিষ্ঠানটি অবস্থিত এখানে উন্নতমানের সামিয়া আইপিএস পাওয়া যায় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের নম্বরঃ ০১৮৩৩-২৩৮৫৫৭ প্রোপ্রাইটার মিজানুর রহমান জানান, আইপিএসের  ব্যাটারীতে বছরের গ্যরান্টি দেয়া হয়
                    সোহেল ব্যাটারী সার্ভিসঃ নামে কুমিল্লা-সিলেট রোডের পশ্চিমপাশে ইউপি সুপার মার্কেটে একটি প্রসিদ্ধ দোকান রয়েছে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন জানান, এখানে সকল প্রকার গাড়ী, মাইক, আইপিএস এর ব্যাটারী এবং উন্নতমানের আইপএস, ইউপিএস পাইকারী খুচরা সুলভ মূল্যে বিক্রি করা হয় প্রতিষ্ঠানের মোবাইল নম্বরঃ ০১৭১৬-৩৩২১২০ প্রতিষ্ঠানের নামে ভলবো এপোলো ব্যাটারীর ডিলারশিপ রয়েছে
                    বিসমিল্লাহ ব্যাটারী হাউজঃ এখানে হ্যামকোর সকল প্রকার গাড়ীর ব্যাটারী , আইপিএস, ইউপিএস, সিএনজির ব্যাটারী, মাইকের ব্যাটারী, পুরাতন ব্যাটারী ক্রয়-বিক্রয় করা হয় যে কোন প্রয়োজনে যোগাযোগ নম্বর-০১৮১২-২৬২৬ ৭৯ অথবা সরাসরি যোগযোগ করতে পারবেন -আরিফ সুপার মার্কেট, কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডের উত্তর পার্শ্বে , বিবাড়িয়া রোড, মুরাদনগর , কুমিল্লা ঠিকানায় প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার মোঃ কামাল হোসেন
                    জালাল ইলেকট্রনিক্সঃ প্রতিষ্ঠানে স্টার কোম্পানীর আইপিএস এর সাথে রিমসো ব্যাটারী দেয়া হয় মেসার্স জালাল ইলেকট্রনিক্সের সত্বাধিকারী মোঃ জালাল উদ্দিন জানান, এখানে আইপিএস ব্যাটারীতে  বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এছাড়া এখানে রিচার্জেবল ফ্যান পাওয়া যায় এটি কোম্পানীগঞ্জ বাজারের নবীনগর রোডে ,আল আরাফা ইসলামী ব্যাংকের পাশে আবস্থিত জরুরী যোগাযোগ নম্বরঃ ০১৮১৭-০২২৬৪৮
সিঙ্গারের আইপিএসঃ সিঙ্গারের আইপিএস কিনতে হলে আপনি যাবেন ইসলামী ব্যাংক বিল্ডিং এর দ্বিতীয় তলায় এখানে ২৯৯০০ টাকায় পাবেন লুসেন্ট ৬০০মডেলের  আইপিএস এর মাধ্যমে ৩টি এনার্জি লাইট, ৩টি ফ্যান, ১টি কালার টিভি চলবে এছাড়া ২১৯০০ টাকায় কেনা যাবে লুসেন্ট ৪০০ মডেল সার্ভিস দেবে ঘন্টা আইপএস এর গ্যারান্টি বছর এবং ব্যাটারীর গ্যারান্টি বছর জরুরী যোগযােগ নম্বরঃ ০১৭২৭-৩৩৭০৮৮ মমিনুল ইসলাম মোল্লা
প্রকাশঃ ০৪/০৪/২০১৪


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.