মুরাদনগরে শিক্ষা সেবায় ১৩টি কলেজ



মুরাদনগরে শিক্ষা সেবায় ১৩টি কলেজ
মুরাদনগরে শিক্ষা সেবায় ১৩টি কলেজ
শ্রীকাইল কলেজঃ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর রোডে ১২ কিলোমিটার গিয়ে মেটংঘর থেকে সিএনজিযোগে অতি সহজে প্রতিষ্ঠানে যাওয়া যায়।বাণী পিঠনামে ১৯৪১ সালে ক্যাপ্টেন নরেন্দ্র দত্ত প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ১৯৩৯ সালে তিনি নিজ গ্রাম শ্রীকাইলে তার পিতার নামেকৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৪১ সালে প্রতিষ্ঠিা করেন শ্রীকাইল কলেজ।  কলেজের মূল ভবনটি তলা। এছাড়া রয়েছে ছাত্র ছাত্রী হোস্টেল, শিক্ষকদের কোয়ার্টার, প্রিন্সিপালের বাসভবন, খেলার মাঠ, অডিটরিয়াম, পুকুর, ব্যাংক, পোস্ট অফিস ইত্যাদি। এছাড়া একটি কম্পিউটার ল্যাব একটি সমৃদ্ধ পাঠাগার রয়েছে। কলেজে বর্তমানে ছাত্র-ছাত্রী রয়েছে ১১০০ জন। শিক্ষক-কর্মচারীর পদ রয়েছে ৫০টি। ২০১২ সালে জিপিএ- পেয়েছে জন। ২০০৯ সাল থেকে কলেজে প্রিন্সিপালের  দায়িত্ব পালন করছেন গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার। তিনি ১৯৯৭ সালে দেবিদ্বার জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপাধ্যক্ষের  সম্মান লাভ করেন। কলেজের সাথে যোগযোগের নম্বর ০১৭১৮-০১০৮৪৬
কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজঃ কলেজটি ১৯৮৭ সনে স্থাপিত হয়। বিশিষ্ট সমাজ সেবক প্রাক্তন ধর্ম প্রতিমন্ত্রী মুরাদনগর নির্বাচনী এলাকায় ৫ম বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের একক প্রচেষ্টায় কলেজটি স্থাপিত হয়। ২০০৭ ইং হইতে ২০১০ইং সময়কালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক ¯œাতক পরীক্ষায় এই কলেজ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের গড় পাশের হার যথাক্রমে ৯২.% ৮৭% এবং ২০১০ইং সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজটি কুমিল্লা বোর্ডে ১৬ তম স্থান লাভ করেছে। বর্তমানে জাতীয় পর্যায়ের একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা, এমএকেএম শফিক কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন। কলেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা সংস্কৃতিক অনুষ্ঠানশিক্ষা সফরপ্রতি তিন মাস অন্তর সকল বিষয়ের উপর সেমিস্টার পরীক্ষা গ্রহণইংরেজি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব প্রদান, অতিরিক্ত ক্লাশ, পৃথক ছাত্রাবাস ছাত্রীনিবাস। প্রতিষ্ঠানটিতে শরীরচর্চাসহ খেলাধূলারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। কলেজে ০৪.১০.২০১০ থেকে  ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বেলাল উদ্দিন আখন্দ। কলেজের অফিসের সাথে যোগাযোগের নম্বর ০১৯১৯-৬১৭৫০১
অধ্যাপক আব্দুল মজিদ কলেজঃ এটি কুমিল্লা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে মুরাদনগরের রামচন্দ্রপুরে অবস্থিত। শুরু থেকেই কলেজের ফলাফল সকলের দৃষ্টি আকর্ষণ করে। ২০১২ সালে কলেজটি কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে ১৪তম স্থান অর্জণ করে। ২৩ এপ্রিল  ১৯৯৬ কলেজটির উচ্চ মাধ্যমিক শাখা বোর্ডের স্বীকৃতি লাভ করে। ডিগ্রি শাখা স্বীকৃতি লাভ করে মার্চ ২০০০ সালে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ। তিনিই কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজের সাথে ০১৭১৩-৪৫২৯২০এ নম্বরে যোগাযোগ করা যাবে
জাহাপুর কে কে একাডেমীঃ ১৯১৪ সালে জাহাপুর গ্রামে ৪০০ বছরের পুরাতন জাহাপুর জমিদার বাড়ির জমিদার কমলাকান্ত এর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে এটি কলেজে রুপান্তরিত হয়। ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে জিপিএ - পেয়েছে জন। ছাড়া কলেজ সেকশনের ফলাফলও সন্তোষজনক। কলেজের সভপাতি আবদুল হক পাটোয়ারী, কলেজের জরুরী যোগযোগ নম্বর ০১৮১৮-৩২৮৬৯৯। এখানে স্কুল শাখায় ১৩৬২ জন ছাত্র-ছাত্রী রয়েছে
মমিনুল ইসলাম মোল্লা॥– Posted on June 12, 2013







শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.