![]() |
| প্রসঙ্গঃ মুরাদনগরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক |
অন্যান্য উপজেলার মতো মুরাদনগরেও জনসাধারণের চিকিৎসা সেবায় গড়ে উঠেছে কয়েকটি প্রতিষ্ঠান। নিচে তাদের পরিচিতি বর্ণনা করা হলোঃ মাইক্রো প্যাথ এন্ড হসপিটাল ( প্রাঃ) লিঃ॥ এটি মুরাদনগরের প্রথম বেসরকারি হাসপাতাল বলে জানা যায়। ২০০৩ সালে মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের পূর্ব দিকে রাস্তার দক্ষিণ পাশে প্রতিষ্ঠা করা হয়। এখানে ডাক্তার হিসেবে রয়েছেন ঃ
হাবিবা শামীম সুলতানা ডেইজী), এফসিপিএস, (গাইনী) স্ত্রী রোগে অভিজ্ঞ , অধ্যাপক ফারুক আহমেদ, এফসিপিএস, এমডি, (গ্যাস্ট্রো), মেডিসিন ও লিভার, রাশিদুল হাসান, এফসিপিএস, চর্ম ও যৌন, সুজিত কুমার ঘোষ, মেডিসিন ও হৃদরোগ, শহিদুল হক, ফ্যামিলি মেডিসিন, অনুপ কুমার হাওলাদার, এমডি, (কার্ড) কোর্সও ডায়াবেটিস রোগে প্রশিক্ষণপ্রাপ্ত,
নজরুল ইসলাম, এফসিপিএস, নাক, কান, ও গলা, আসিফ আহমেদ কবির, হাড় জোড়া ও বাত ব্যাথা রোগে অভিজ্ঞ। এছাড়া এখানে উন্নত মেশিনে এক্সরে, অলট্রাসনাগ্রোফী,
ইসিজি, ও সকল প্রকার প্যাথলজিক্যাল
পরীক্ষা করা হয়। এ প্রতিষ্ঠানের
ব্যবস্থাপনা পরিচালক অরূপ নারায়ন পোদ্দার, (পিঙ্কু) এ প্রতিষ্ঠানের
সাথে যোগাযোগের নম্বরঃ ০১৮১৯-১৩১৩১৮
ডক্টরস ডায়গনস্টিক এন্ড হসপিটালঃ হাসপাতাল রোড, মুরাদনগর এ ঠিকানায় এটি অবস্থিত। এ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক এবং চেয়ারম্যান হিসেবে রয়েছেন খলিলুর রহমান। এখানে গাইনী ও প্রসুতি বিদ্যায় অভিজ্ঞ সার্জন হিসেবে রয়েছেন-নাদিরা রহমান, এফসিপিএস (অবস ও গাইনী), তিনি প্রতি শুক্রবার রোগী দেখেন, বাত ব্যাথা ও হাড় জোড়া রোগে অভিজ্ঞ ডা. মাহমুদ রিয়াদ, মেডিসিনের চিকিৎসক হিসেবে রয়েছেন-বিকাশ কুমার পাল। এছাড়া এখানে আধুনিক মেশিনে কম খরচে পরীক্ষা করা হয়। এ প্রতিষ্ঠানের জরূরী নম্বরঃ ০১৮১১-২৬৩৬৪৬।
শেফা হসপিটালঃ রামচšদ্রপুর রোডে অত্যাধুনিক বিল্ডিংএ গড়ে উঠেছে শেফা হসপিটাল। এখানকার জরুরী যোগাযোগ নম্বরঃ ০১৯১৯-২৫২২৭৩। তবে এম্বুলেন্স এর জন্য যোগাযোগ করতে হবে ০১৭৪৬-৬২৬২৬১ নম্বরে। এখানে ডাক্তার হিসেবে রয়েছেনঃ নিলুফা আক্তার, এ এসএম মফিদুল ইসলাম, সজিবুর রশিদ, বিল্লাল হোসেন।
সেবাদান কার্যক্রমঃ মুরাদনগরের পার্শ্ববর্তী রহিমপুরে ১৯৮৪ সাল থেকে মাত্র ১০ টাকা ভিজিটে চিকিৎসা সেবা দিচ্ছেন অধ্যক্ষ মানবেন্দ্রনাথ। তিনি সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা দেন। তাকে সহযোগীতা করেন সুজিত সাহা, নিরঞ্জন ঘোষ ও জনি পোদ্দার। এটি রহিমপুর আশ্রমের একটি অংশ। যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭৩১-৬৩৪৩১৩ নম্বরে। ডায়গনস্টিক
সেন্টারঃ এখানে রয়েছে গোমতী এক্সরে প্যাথলজী ক্লিনিক, মোবাইলঃ ০১৭৫৫-৫১১১৭০, মুরাদনগর ইবনে সিনা মেডিকেল সেন্টার, মোবাইলঃ ০১৮১২-৬৭২৮৮৬, জান্নাত মেডিকেল, মোবাইলঃ ০১৫৫৮-৩৪৮০১১। এসব প্রতিষ্ঠানে এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাম ও প্যাথলজিক্যাল টেস্ট করা হয়।– POSTED ON APRIL 3,
2013
