সঞ্চয়েঃ মুরাদনগরের বেসরকারি ব্যাংকগুলো এগিয়ে -২য় পর্ব



সঞ্চয়েঃ মুরাদনগরের বেসরকারি ব্যাংকগুলো এগিয়ে -২য় পর্ব
সঞ্চয়েঃ মুরাদনগরের বেসরকারি ব্যাংকগুলো এগিয়ে -২য় পর্ব



গ্রামীণ ব্যাংকঃ প্রথমে এনজিও হিসেবে চালু হলেও বর্তমানে পূর্ণাঙ্গ ব্যাংকের মর্যাদা লাভ করেছে। এখানেও সঞ্চয় করা যায়। মুরাদনগরের পূর্ব নবীপুর শাখাটি কোম্পানীগঞ্জের নগরপারে পল্লী বিদ্যুৎ অফিসের পূর্বদিকে অবস্থিত। শাখার সাথে যোগাযোগের নম্বর ০১৭১১-৭১১০৫৬। মুরাদনগরে ব্যাংকের ১০টি শাখা রয়েছে। এখানে সঞ্চয়ী আমানতে .৫০ % মুনাফা দেয়া হয়। নূণ্যতম ১০০০ টাকা থেকে হাজার অঙ্কে যে কোন পরিমান টাকা রাখা যায়, বছরে দ্বিগুণ হলেও  বছর পর ভাঙ্গানো হলে মেয়াদান্তে মুনাফাসহ পাওয়া যাবে ১০৮৭ টাকা, বছর পর পাওয়া যাবে ১৭৯৫ টাকা। স্থায়ী আমানতে শতকরা মুনাফার হার- বছরে .৭৫, বছরে .২৫ বছরে বা তদুর্ধে .৫০ টাকা। এছাড়া লক্ষ টাকা বছর মেয়াদী হিসেবে প্রতিমাসে ৮০০ টাকা, ১০ বছর মেয়াদী হিসেবে প্রতিমাসে ৮৫০ টাকা মুনাফা দেয়া হয়। বছরের অধিক কিন্তু বছরের কম %, বছরের অধিক কিন্তু বছরের কম  % এবং বছরের অধিক কিন্তু ১০ বছরের কম .৫০ % মুনাফা দেয়া হয়। ব্যাংকের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো; এখানে লভ্যাংশের উপর কোন প্রকার কর কর্তন করা হয় না
সাউথ ইস্ট ব্যাংক সৌদিয়া মঞ্জিল, নবীনগর রোড, কোম্পানীগঞ্জ, মুরাদনগর এই ঠিকানায় প্রতিষ্ঠানটি অবস্থিত। ২০১১ সালের ২৯ ডিসেম্বর ব্রাঞ্চটি প্রতিষ্ঠিত হয়। এখানে অনলাইনে যে কোন পরিমাণ টাকা পাঠানোর জন্য কোন ফি দিতে হয় না। সঞ্চয়ী হিসেবে লাভ .৫০%, মিলেনিয়ার ডিপোজিট স্কীমে বছরে ১৬,৮৬৫ টাকা মাসিক জমায় মেয়াদ শেষে ১০ লাখ১০ বছর মেয়াদে ,৫৫০টাকা মাসিক জমায় মিলেনিয়ার হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া মাসিক কিস্তি ৫০০ টাকা হারে ১০ বছরে ,১৬,৫০০ টাকা, ১০০০ টাকা বছরে ৮২,৬০০ টাকা পাওয়া যায়। এছাড়া সুপার ডাবল বেনিফিট স্কীমে লক্ষ টাকায় (মাসিক কিস্তি ১৩৫০) বছরে লক্ষ টাকা পাওয়া যায়। মাল্টিমিলিনিয়ার গোল্ড ডিপোজিট স্কীমে ১৬ বছরে ,৭৭০ টাকা মাসিক জমায় ৫০ লাখ টাকা পাওয়া যায়। লক্ষ টাকা অথবা এর গুণিতক  বছরে দ্বিগুণ হয়। প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুবুল ইসলাম এবং  এর জরুরী যোগাযোগ নম্বর ০১৭৫৫-৫৯৪১৯৩
জনতা ব্যাংক লিমিটেডঃ মুরাদনগরের সদর, কোম্পানীগঞ্জ, কামাল্লায় শাখা রয়েছে জনতা ব্যাংকের। এখানে বছর মেয়াদে লক্ষ টাকায় ১৩.৪৬% মুনাফা পাওয়া যায়। বছর মেয়াদে দ্বিগুণ মুনাফা স্কীমে ২লক্ষ টাকায় মেয়াদান্তে লক্ষ টাকা পাওয়া যায়। বছর মেয়াদে মাসিক আমানত প্রকল্পে ৫০০ টাকায় ১০,৬০০ টাকা মুনাফা ২৫ হাজার টাকায় মেয়াদান্তে ২০,৩০,০০০ টাকা পাওয়া যায়। এছাড়া অবসর সঞ্চয় প্রকল্প, স্কুল ব্যাংকিং, ডেবিট -ক্রেডিট কার্ড কার্যক্রম রয়েছে। ১৯৬৪ সাল থেকে শাখাটি কোম্পানীগঞ্জ বাজারের দক্ষিণাংশে অবস্থিত


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.