কুমিল্লার মুরাদনগরের প্রধান বাণিজ্যিক এলাকা কোম্পানীগঞ্জে প্রায় ১ হাজার দোকানে বর্তমানে শেষ পর্যায়ের কেনাকাটা চলছে। এখানে ঈদের কেনাকাটাকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। পরিবার-পরিজনের জন্যে নতুন কাপড়, জুতা, কসমেটিক্সসহ বাহারি পণ্য কিনতে ঈদের বাজারে ছুটছে সব শ্রেণীর মানুষ। সাধ আর সাধ্যের সঙ্গে মিল রেখে আপনজনদের জন্য কেনাকাটা করছেন তারা। পছন্দসই সামগ্রী কিনতে পুরষের চেয়ে মহিলা ক্রেতার ভিড় বেশি। তবে সহ¯্রাধিক দোকানের মধ্যে হাতে গোনা কয়েকটি দোকান রয়েছে যেগুলোতে একদরে বিক্রি হচ্ছে। এসব দোকানে মহিলাদের চেয়ে পুরুষ ক্রেতাদের ভীড় বেশি লক্ষ্য করা যায়। কলেজ সুপার মার্কেটের পূর্ব পার্শ্বে ৪২ নং দোকানে জেক্স টেক্সটাইল এর শোরুম অবস্থিত। এখানে কথা হয় উপসহকারী কৃষি কর্মকর্তা মহাম্মদ শহীদুল্লাহর সাথে। তিনি বলেন, অন্যান্য দোকানে ১০০০ টাকার কাপড় ৩ হাজার টাকা দাম চায়। তাই নিরিবিলি কেনার জন্য একদরের দোকানে এসেছি। এ দোকানের প্রোপাইটার এমএ করিম সরকার। তিনি জানান, এখানে শাড়ি, লুঙ্গি, বেডশিট, একদরে বিক্রি হয়। এ মার্কেটের ৮৬ নং দোকানে রয়েছে ওহী টেক্সটাইলের বিভিন্ন ধরণের উন্নতমানের শাড়ী, থ্রী-পিছ ও লুঙ্গি। এ দোকোনের প্রেপ্রাইটার বজলুর রহমান। বাটা সু এর দোকানে সারা দেশেই একদরে বিক্রি হয়। তবে কোম্পানীগঞ্জের নবীনগর রোডের (দোকান নং ৩৪) বাটা সুজের দোকানে ভীড় লক্ষ করা যাচ্ছে। ডিলার মঞ্জু মিঞা জানান ঈদ উপলক্ষে আকর্ষণীয় ডিজাইনের জুতা আনা হয়েছে। কলেজ সুপার মার্কেটের (মেইন গলির দোকান নং ২৪) এ খাজা ফ্যাশন গ্যালারী নামে একটি তৈরি পোশাক ও পাদুকার দোকান রয়েছে। এ দোকানের স্বত্বাধিকারী
মাছুম ভুইয়া জানান অন্যান্য বছরের তুলনায় এবছর একদরের দোকানের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি লক্ষ করা যাচ্ছে। দেবিদ্বারের কলেজ ছাত্র জালাল আহমদে বলেন- কলেজ সুপার মার্কেটের (মেইন গলির উত্তর পার্শ্বে) এক্সিলেন্ট টেক্সটাইলে উন্নত মানের শাড়ী, লুঙ্গি, থ্রিপীছসহ, বেডশীট ও বিয়ের শাড়ী পাওয়া যায়। এ দোকানের সত্তাধিকারী হানিফ সরকার (প্রাক্তন চেয়ারম্যান)। দোকানের কোথাও একদাম লেখা না থাকলেও একদামে উন্নতমানে দেশি-বিদেশি তেরি পোষাক বিক্রি করেন বলে জানালেন তানজিনা ফ্যাশন এর স্বত্তাধিকারী। এ দোকানটি নবীনগর রোডে ( ৫৭নং) অবস্থিত। একদরে জুতা বিক্রি করে কলেজ সুপার মর্কেটের ১২ নং দোকান গ্যালারী এপেক্স। এ দোকানের ডিলার জাকির হোসেন জানান- ৩ বছর ধরে তারা একদরে বিক্রি করছেন। একদামে না হলেও সুলভমূল্যে স্টেশনারী, কসমেটিক, গিফ্টসেট, খেলাধুলার সামগ্রীসহ বিয়ের সাজের সমস্ত পণ্য সুলভ মূল্যে পাইকারী ও খুচরা দরে পাওয়া যায় নবীনগর রোডের দোকান ইত্যাদি স্টোরে। এছাড়া একদরের প্রাচীন দোকান হচ্ছে মূল বাজারের ভেতরে চৌধুরী বস্ত্রালয়, নীলু-নিপা বস্ত্রালয়, ও মুরাদনগর রোডের পাপিয়া বস্ত্র বিতান।–AUGUST 3, 2013
Author: ভাইরাল নিউজ বিডি
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
এ সম্পর্কিত আরও খবর
- ব্লগার মন্তব্
- ফেইসবুক মন্তব্য
