দৃষ্টিনন্দনঃ কুমিল্লার দেবিদ্বারের বায়তুল আজগর মসজিদ
মমিনুল ইসলাম মোল্লা,
কুমিল্লা জেলা সদর থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৩০ কিলোমিটার দূরে দেবিদ্বার নিউমার্কেট থেকে ২ কিলোমিটার পশ্চিমে “গুনাইগর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদটি ”অবস্থিত।
এ মসজিদটি ছাড়াও দেবিদ্বারের নূর মানিকচরে রয়েছে ৫০০ বছর পূর্বের আরেকটি দৃষ্টিনন্দন মসজিদ। এ মসজিদের অভ্যন্তরে,বহিপার্শ্বে ,মিনার ও গম্বুজে অসংখ্য ক্যালিগ্রাফি রয়েছে। এসব ক্যালিগ্রাফি সিরামিক্সের উপর আঁকা হয়েছে। ফুল, লতা-পাতার সমন্বয়ে অঙ্কিত এগুলো সহজেই পর্যটকদের চোখে পড়ে। এধরণের শতাধিক ক্যালিগ্রাফি মসজিদটিকে অনণ্য রুপ দান করেছে। মসজিদটির চারপাশের দেয়ালে আইটি বাংলা ক্যালিগ্রাফি ও আরবিতে বিভিন্ন সূরা ও এর বাংলা অর্থ লিখা রয়েছে। আরবি অক্ষরে সুন্দর করে লিখা হয়েছে “সূরা আর রহমান”, “আয়তুল কুরছি”, চার কুল (সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন)। এমসজিদে ৭টি গম্বুজ রয়েছে। একটিতে লিখা রয়েছে আয়তুল কুরসি। অন্যগুলোতে লিখা রয়েছে চার কুল। এ মসজিদটির বাইরের আবরনে বহু চাঁদ -তারা আাঁকা রয়েছে। এ মসজিদের কারুকার্য করার ক্ষেত্রে মোঘল, তুর্কী, ও পারস্যের রীতি অনুসরণ করা হয়েছে। এ মসজিদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে -এখানে রাতের বেলা বিভিন্ন রঙ্গের আলোর সমন্বয়ে একটি আলোকোজ্বল পরিবেশের সৃষ্টি হয়। আল্লাহ শব্দটি রাতের অন্ধকারে তারকার মতো জ্বল জ্বল করে জ্বলতে থাকে। ৮০ ফুট উপরে তৈরি মিনারে এ ব্যবস্থাটি করায় এ আলো অনেক দূর থেকে দেখা যায়। মসজিদটির দৈর্ঘ ৪৮ ফুট এবং প্রস্ত ৩৬ ফুট। মূল মসজিদে ১০০ জন এবং বাইরের টাইলস করা বারান্দায় আরো ২০০ জন মুসল্লী নামাজ পড়তে পারেন। মসজিদটিতে ইট সিমেন্ট বালির পাশাপাশি চিনামাটি ও টাইলস ব্যবহার করা হয়েছে। ৩৫০ মন চিনামাটির টুকরা ও ২০০টি বিদেশি গøাস ব্যবহার করা হয়েছে।
২০১০ সালের ১০ জুলাই এ মসজিদের কাজ শুরু করা হয়। আর কাজ শেষ হয় ২০০৫ সালের ১৪ জানুয়ারি, এ মসজিদটিকে একটি আধুনিক মসজিদে রুপদান করতে ৩৫ জন শ্রমিক ৬০ হাজার কর্মদিবস কাজ করেছেন। এমসজিদে ৬ টি এসি এবং একটি ঝাড়বাতি রয়েছে। মসজিদটি নির্মাণ করেছেন দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। এ মসজিদের খতিব মাওলানা মেস্তাকুন্নবী বলেন-ক্যালিগ্রাফি সমৃদ্ধ এ মসজিদটি দেখার জন্য বহু দূর থেকে লোকজন আসেন। ”লেখক: মমিনুল ইসলাম মোল্লা,প্রভাষক, ক্যাম্পেনার সিডিএলজি এবং সহকারী সম্পাদক , (দৃষ্টান্ত ডট কম), কুমিল্লা,