শিক্ষানুরাগীর সাক্ষাৎকারঃ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি ---------আমিনুল ইসলাম

শিক্ষানুরাগীর সাক্ষাৎকারঃ
ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি
---------আমিনুল ইসলাম

মোঃ আমিনুল ইসলাম  (বিকম ,অনার্স , এমকম,বিএড,এলএলবি) ১৯৬৭ সালের ১ জানুয়ারি কুমিল্লার  মুরাদনগরের হারপাকনা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০০ সালে মানব উন্নয়ন সংস্থা (মাউস) , নামে মুরাদনগরে একটি অর্থনেতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। একই বছর কোম্পানীগঞ্জের পূর্ব নগরপাড়ে গড়ে তুলেন মাউস আইডিয়েল প্রিক্যাডেট একাডেমী। এছাড়া ২০০৩ সালে হারপাকনা ফজিলাতুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় , ২০০৬ সালে আঃ গনি মাস্টার স্মৃতি ফাউন্ডেশন, ২০০৫ সালে আঃ  গণি মাস্টার আইডিয়েল প্রি- ক্যাডেট একাডেমী, (হারপাকনা), ২০০৭ সালে হারপাকনা আরজোদের নেছা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ২০১২ সালে মাউস আইডিয়েল মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি কর্ম জীবন শরু করেন ব্রাকের শিক্ষা, সঞ্চয় ও ঋণদান কর্মসূচীর মাধ্যমে। সেখানে ব্যবস্থাপক পদে ১০ বছর চাকুরি করেন।  বর্তমানে মাউস অইডিয়েল প্রি-ক্যাডেট একাডেমী এর অধ্যক্ষ, এবং হারপাকনা ফজিলাতুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। নি¤েœ তাঁর সাথে আলাপচারিতার বিষয়টি সাক্ষাৎকার আকারে দেয়া হলোঃ 

আমোদ ঃ আপনার জীবনের লক্ষ্য কী ছিল ?
আমিনুল ঃ মানব কল্যাণ করা। 
আমোদ ঃ চাকুরি শুরু করলেন আর্র্থিক প্রতিষ্ঠানে, শিক্ষা সেবায় নিয়োজিত হওয়ার কথা ভাবলেন কখন ?
আমিনুল ঃ কবি বলেছেন- “জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর”। অর্থনেতিক উন্নয়নের সাথে সাথে মানব কল্যানের ভাবনা আসে।
আমোদ ঃ কেউ কেউ বলেন- শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পেছনে আপনার ব্যবসায়িক মনোভাব রয়েছে। যুক্তি খন্ডন করুন।
 আমিনুল ঃ শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর,শিক্ষা প্রতিষ্ঠান সেই কারিগরদের মিলনস্থল। সুতরাং এখানে ব্যবসায়িক মনোভাবের প্রশ্নই আসেনা।
আমোদ ঃ শিক্সা প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্য কী ছিল ?
আমিনুল ঃ মানবসেবায় অংশগ্রহণ, সমাজের ও নিজের অর্থনৈতিক উন্নয়ন। 
আমোদ ঃ কখনও কী মনে হয় এতগুলো টাকা খরচ করে এত কষ্ট করে প্রতিষ্ঠান না করে অন্য কিছু করলে ভালো হতো ?
  আমিনুল ঃ যেহেতু এগুলো দ্বারা মানব সেবা হয় তাই অন্য কিছু ভাবার প্রশ্নই আসেনা। 
আমোদ ঃ আপনি হারপাকনা বেগম ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপন করেছেন, আবার আপনিই প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যাপাওে  সিদ্ধান্ত নেয়ার ব্যাপাওে একনায়কতান্ত্রিক মনোভাব পোষণ করেন না তো ?
আমিনুল ঃ বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে প্রাথমিক অবস্থায় প্রতিষ্ঠান গড়ে তোলা ও এর উন্নয়নে এককভাবে সিদ্ধান্ত নিলে অতি তাড়াতাড়ি সাফল্য পাওয়া যায়।
আমোদ ঃ আপনি কোন দানবীর নন; কোন পলিটিকেল ফিগার ও নন একজন শিক্ষক। শুধুমাত্র শিক্ষকতার মাধ্যমে কিভাবে এতগুলো প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।
আমিনুল ঃ আমি চা সিগেরেট ,পান, ইত্যাদি খাই না। যদি এগুলো খেতাম তাহলে দৈনিক ৫০ টাকা খরচ হতো, এগুলো সঞ্চয় করে মানুষের দোয়ায় প্রতিষ্ঠান গড়ে তুলেছি। 
আমোদ ঃ সৃজনশীল কর্মে আপনাকে অনুপেরণা যুগিয়েছে কে ?
আমিনুল ঃ আমার মরহুমা স্ত্রী ফজিলাতুন নেসা (বিএসএস, অনার্স, এমএসএস), প্রাক্তন প্রধান শিক্ষক বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আমোদ ঃ বিরোধিতাকারীদের গতিরোধ করেন কিভাবে ? ঘাত-প্রতিঘাতের মাধ্যমে নাকি কৌশলে ? 
আমিনুল ঃ ধৈর্য ও ভালোবাসা দিয়ে।
আমোদ ঃ হারপাকনা বালিকা উচ্চ বিদ্যালয় এমপিওকরণ সম্পর্কে কিছু বলুন।
আমিনুল ঃ ভালো ফলাফল, আন্তরিক প্রচেষ্টা।
আমোদ ঃ এ বিদ্যালয়ের ফলাফল কেমন? 
আমিনুল ঃ গত ৩ বছর ধরে জেএসসি ও এসএসসিতে ১০০% পাশ।
আমোদ ঃ আপনার স্থাপিত প্রথম প্রতিষ্ঠান মাউস। এর আদর্শ-উদ্দেশ্য ও কার্যক্রম কী ?
আমিনুল ঃ মাউস মানে মানব উন্নয়ন সংস্থা। এটি একটি মানবসেবায় নিয়োজিত অর্থনেতিক প্রতিষ্ঠান। 
আমোদ ঃ একটি সুখের স্মৃতির কথা বলুন।
আমিনুল ঃ আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো থেকে পাশ করার পর যখন সুশিক্ষিত সমাজ গঠন করতে দেখি তখনই ভাল লাগে। 
আমোদ ঃ আপনার জীবনের স্মরণীয় ঘটনা কোনটি ?
আমিনুল ঃ আমার মরহুমা স্ত্রীর অনুপেরণায় আমি পথ চলেছি। কিন্তু যখন হারপাকনা বালিকা উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত হলো তার এক সপ্তাহ আগে সে মারা যায়। 
আমোদ ঃ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী ?
আমিনুল ঃ মৃত্যুর পূর্ব পর্যন্ত মানব সেবায় নিয়োজিত থাকা।
আমোদ ঃ আপনাকে ধন্যবাদ
আমিনুল ঃ আপনার মাধ্যমে পাঠকদেরও ধন্যবাদ জানাচ্ছি।
সাক্ষাৎকার গ্রহণে মমিনুল ইসলাম মোল্লা

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.