সুন্দর করে বংলা লিখুন





প্রিয় সুধী,
আজ ২১শে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বালুচরবিডি ডট কমের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা গ্রহন করুন।
৫২’র ২১শে ফেব্রুয়ারী মায়ের ভাষাকে বাঁচাতে যারা জীবন দিয়েছিলেন তাদের রক্তের প্রতি, তাদের অমূল্য জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসুন আমরা বাংলা ভাষাকে, বাংলাদেশকে, বাংলা সংস্কৃতিকে উজ্জ্বীবীত করে তুলি।
আপনার সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন উন্নতি এবং মঙ্গল কামনা করে শেষ করছি।
খোদা হাফেজ।
মমিনুল ইসলাম মোল্লা,
 লেখক: শিক্ষক সাংবাদিক
সুন্দর করে বংলা লিখুন

মমিনুল ইসলাম মোল্লা,  বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে আমরা শুদ্ধভাবে বাংলা বলব। পাশাপাশি সুন্দর করে বাংলা লেখাও আমাদের দায়িত্ব।

বিশেষ করে ছাত্র-ছাত্রীদের হাতের লেখা সুন্দর করা আবশ্যক। আমরা বাংলাতে যা কিছু লিখি তা অবশ্যই অ থেকে ( ঁ ) পর্যন্ত বর্ণ দিয়ে লিখি। সুতরাং এ বর্ণগুলো লাইন সোজা রেখে বইয়ের অক্ষরের মতো সাজিয়ে লিখলে আপনার হাতের লেখা অবশ্যই প্রশংসা লাভ করবে। কিন্তু বিনা প্রয়োজনে এগুলো আমরা প্র্যাকটিস করি না। তাই হাতের লেখা নিয়ে প্রায়শঃ ছাত্র-ছাত্রীদেরকে কথা শুনতে হয়। একটি গল্পের মাধ্যমে বাংলা হাতের লেখা চর্চা করলে লেখা আরো সুন্দর ও দ্রুত হবে। গল্পটি এরকমঃ ঈদের দিন। চাঁদপুরের কংশ মিয়া ঊন-শিশি ঔষধ খেলেন। নামাজ শুরু হয়ে যাচ্ছে। অথচ; ঋকদ গাঢ় লাল টুপিটা কোথায় ঠাওর করতে পারছেন না। গিন্নিকে ডাকায় ও বল্ল, উফঃ হয়তো ক্ষণাঝপুরে ঢাভকুর ভাষায় ফেলে এসেছো। নাতনী ইলা নানার মাথার দিকে দৃষ্টি রেখে  ঈষৎ রঙ মাখানো হাসিতে টেনে টেনে বল্ল-আমি ব-ল-ব-না, ব-ল-ব-না। তখন বুড়ো হাঁকালো-ঐরাবত-ঘোড়া গেল তল ভেড়া বলে কত জল।লক্ষ্য করে দেখুন গল্পে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত স্বরবর্ণ ও ব্যাঞ্জন বর্ণ সবগুলো রয়েছে। এটি প্রতিদিন একবার সাধনা করলে ছাত্র-ছাত্রীদের লেখা অবশ্যই সুন্দর হবে। শিক্ষার্থীরাসহ অন্যরাও চেষ্টা করে দেখতে পারেন। মনে রাখবেন হাতের লেখা অমূল্য সম্পদ। যাদের লেখা ভালো তারা জীবনে সাফল্য লাভ করতে পারে। লেখক মারা যেতে পারে;মানুষের লেখা অমর হয়ে থাকে। কথায় বলে-অমার লেখা কইবে কথা ;আমি যখন থাকবোনা।

‡jLK: gwgbyj Bmjvg †gvjøv


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.