কুমিল্লার মুরাদনগরের সাইনবোর্ডে বানান ভুলের ছড়াছড়ি
খেয়ালখুশিমত বাংলা বানান লেখা হচ্ছে কুমিল্লার মুরাদনগরের সাইনবোর্ডগুলোয়। একই শব্দ একেক সাইনবোর্ডে একেক বানানে লেখা হচ্ছে। এতে একদিকে যেমন বাংলা ভাষার বিকৃতি ঘটছে, তেমনি শিশুর ভাষা বিকাশে ঘটছে ত্রুটি। অনুসন্ধানে দেখা যায়, কুমিল্লার সাইনবোর্ড ও দেয়াললিখনের কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের বেশিরভাগই স্বল্পশিক্ষিত। এদের পরিচয় ‘আর্টিস্ট’। লেখাপড়ার দৌড় খুব বেশি হলে প্রাথমিক স্তর পর্যন্ত। এসব আর্টিস্ট দ্বারা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল কিংবা বাসাবাড়ির সাইনবোর্ড, ব্যানার বা দেয়াললিখনের কাজ করানো হয়, সেগুলোর বানান থাকে ভুলে ভরা।
মুরাদনগরের বিভিন্ন এলাকায় দোকানগুলোতে দেখা যায়, ফার্নিচার শব্দটিই একেক দোকানে একেক বানানে লেখা হয়েছে। যেমন- মুরাদনগর ফার্নিশার্স, রাসেল ফার্নিসারস, হোম ফার্নিষার্স ইত্যাদি। এ ধরনের অসংখ্য ভুল বানান চোখে পড়ে মুরাদনগরের দোকানগুলোর বেশিরভাগ সাইনবোর্ডে।এসব সাইনবোর্ড থেকে বাচ্চারা ভুল বানান শিখছে। তাই ভাষার মাসেই এগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে আমরা মনে করছি।মোঃ শরীফুজ্জামান ০১৭১১-৭১৬৫৪৭
কোম্পানীগঞ্জ, মুরাদনগর কুমিল্লা
।