আঞ্চলিক ভাষা গুলো যে কত মজার,


আঞ্চলিক ভাষা গুলো যে কত মজার,

এই পোস্টটা না পড়লে বুঝতে পারবেব না,
রমজান মাসে সেহরির সময় বিভিন্ন অঞ্চলের
মসজিদে যেইভাবে ডাকে
ঢাকা =
পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য, আপনারা ঘুম থেকে উঠুন, সেহরি খান, ।
পুরান ঢাকা =
পবিত্র রমজান মাছে, রোজা রাখাল্লাগি, সেহরিবী খাইতে অইবো, তারাতাড়ি উঠেন, সেহরি খাওন ছেছ করেন,।
নোয়াখালী =
হবিত্র রোজার মাসে রোজা রাহাল্লাই, আপনার ব্যাকে গুমেত্তুন উডিজান, সেহরি খাইতেন্নো ক্যান,?
সেহরি খাইয়ালান,
বরিশাল =
পবিত্র রমজান মাসে, রোজা রাখতে অইবেনা,? উডোনাকা, আয়,? তারাতাড়ি উইট্টা জাও, সেহরি খাও,।
সিলেট =
ফবিত্র রমযান মাসো রোযা রাখার লাগি, আফনারা ঘুম থাকি উঠইন (উঠুক্কা ) , ফতা খাইন
ব্রাহ্মণবাড়িয়া =
ফবিত্র রোজার মাসে, রোজা রাগবার লাইজ্ঞা, সবাই ঘুমেত্তে উডেন, সেহরি হাইন, ।
রাজশাহী =
ছম্মানিত এলাকাবাছী,
ছাহরির ছময় হই গেইলচে,
আপনারা টপাক কইরি উঠি পড়েন, ছাহরি খাই লেন, নাইলে আবার ছময় চইলি গেলে পাশতেই পাবেন না,।
চিটাগং =
পবিত্র রমজান মাসর রোজা রাকিবাল্লাই তোয়ারা তরাতরি ঘুমত্তুন উডি য। তরাতরি সেহরি খাই ফালো।
যশোর =
সম্মানিত এলাকাবাসী। সাহরির সময় চলি যাচ্ছে। আপনারা তাড়াতাড়ি উঠেন। সাহরি খায়লেন।
নাটোর =
আপনারা উটিচ্চেন না কিসোক?
সেহেরির সময় চলি যাইচ্চে দেকিচ্চেন না?
ফস করি সেহরি খাইচ্চেন না কিসোক?
ময়মনসিংহ =
ফবিত্র রমজান মাসো, রোজা রাগবার লাইজ্ঞা, আফনেরা সবাই গুমেত্তে উডুইনজে, বাদে সেহেরি কাইন, । অহন গুরিত হগ্লে ৩,ডা ২০ বাজে,।
বিঃদ্রঃ এখানে কোন জেলাকে ছোট করা উদ্দেশ্য নায়, আমরা সবাই মাতৃভাষা কে ভালোবাসি, মাতৃভাষা আমার অহংকার,
সংগৃহীত


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.