বৃক্ষ প্রেমিক ওসমান আলীর উক্তিঃ ওরা আমার সন্তান


বৃক্ষ প্রেমিক ওসমান আলীর উক্তিঃ ওরা আমার সন্তান

গাছ প্রেমিক এক ওসমান বলেন
গাছই আমার জীবন, "
গাছের চারাগুলো বড় হয়ে লকলকে হয়ে উঠলে আমার খুব ভাল লাগে, ওরাই যেন আমারই সন্তান। এলাহাবাদ নিবাসী (দেবিদ্বার) ওসমান আলী ১৯৬৫ সাল থেকে গাছ লাগানো শুরু করেছেন। এখনও লাগাচ্ছেন। এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি গাছ লাগিয়ে যাবেন
ছবি সংগৃহীত
পরিচিত গাছের পাশাপাশি চারা উৎপাদন করলেন বিলম্বু, আনার, আপেল, আমরুল, বিলাতি গাব , কমলা, আঙ্গুর, কাজি পেয়ারা। এছাড়া কাঠ উৎপাদনকারী বৃক্ষের মধ্যে আকাশমনি, ইউক্যালিপটাস, শাল, সেগুন, মেহগনিসহ বিভিন্ন বৃক্ষের চারা উৎপাদন করেন। তার তত্ত্বাবধানে বাখরনগর জমিদার বাড়িতে ২০ বছর আগে সেগুন বাগান গড়ে  উঠে বর্তমানে বাগানটি অবসর বিনোদনের একটি উৎকৃষ্ট স্থান
তিনি শুধু মাত্র ব্যবসার জন্যই নার্সারী করেন নি। তিনি মসজিদ মাদ্রাসার সামনে, চরবাকর, বেগমাবাদ এলাহাবাদের বিভিন্ন রাস্তায় গাছ লাগিয়েছেন। গাছ লাগানো নিয়ে সুখ-দুঃখের কথা জানতে চাইলে বলেন, আমার জীবনে আর কোন চাওয়া নেই। ১৯৮৮ সালে ধর্ম মন্ত্রী মাওলানা আঃ মান্নান ঢাকা নিয়া হাজার হাজার মানুষের সামনে আমারে ফুলের মালা দিছে। তহন আমার বুকটা গর্বে ভইরা গেছে
মমিনুল ইসলাম মোল্লা, ( নিউজ আর্কাইভস থেকে 29/07/2004 সাপ্তাহিক আমোদ )





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.