একজন ' মা'কে খুঁজে দেই

 চলুন আজ


একজন ' মা'কে খুঁজে দেই I দিনের শুরুটি হোক একটি মহৎ কাজ দিয়ে I

আসসালামু আলাইকুম প্রিয় ভাই
একজন প্রবাসী ভাইয়ের মা হারিয়ে গিয়েছে, ওনার এই মা ছাড়া আর কেউ নেই। উনি ওনার মাকে খুঁজে পাওয়ার জন্য সবার কাছে সাহায্য চেয়েছে I
প্রিয় ভাই আপনি যদি, এই পেইজ থেকে একটা পোস্ট দিতেন।
সন্ধান চাই
নামঃ জাহানারা বেগম
পিতাঃ সেলামত উল্লা
গ্রামঃ দাদিয়া পাড়া
পোষ্ট অফিসঃ উল্লাশ্বর
শাহরাস্তি,চাঁদপুর।
বয়সঃ ৩৫+ বছর
পরিচয়ঃ
সে একজন মানসিক প্রতিবন্ধী। তার গায়ের রং হালকা শ্যামলা।গত ২২-০৮-২০২১ ইং রোজ সোমবার সন্ধ্যার পর থেকে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ রয়েছে।
যদি কোনো স্ব-হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তার ঠিকানায় / নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে কৃতজ্ঞ থাকবো। ০১৭০৪৭৫৩৭৩৮
০১৭৩১৩১ ৬০১৮ (বেলায়েত)
“ উপরোক্ত আবেদনটুকু একজন আমার কাছে পাঠিয়েছেন ”
চলুন সবাই আজ এই 'মা'কে খুঁজে দিয়ে দিনের একটি ভালো কাজ সম্পাদন করি I
তাঁকে খুঁজে পেলে নিজের ' মা'কে গিয়ে বলবেন আজ আপনি একজন 'মা'কে তাঁর সন্তানের কাছে ফিরিয়ে দিতে পেরেছেন I
তার জন্য জন্য শুধু একটি শেয়ার প্রয়োজন I
না পেলেও অন্তত চেষ্টা তো করতে পারলেন I
সাইফুর সাগর
সঞ্চালক , ফেস দ্যা পিপল I

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.