আসসালামু আলাইকুম,,, JK life style আজ ২ বছর যাবৎ মানতেছি আমি স্যার এর সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখে এবং বুঝে পালন করতেছি,, আমার কি কি সমস্যা ছিল,, ১.সারা রাত ঘুমাতে পারতাম না ২.পায়ে অনেক ব্যাথা ছিল হাটতে পারতাম না,, ৩.গ্যাসের অনেক সমস্যা ছিল,, ৪.থাইরয়েড সমস্যা ছিল,, ৫.সবসময়ই রাগ হতো আর কান্না পেত,, ৬.দৈনিক ৮-৯ টা করে ঔষধ খেতে হতো,,তারপর ও সুস্থতা বোধ করিনি আরো বেশি মানসিক অসুস্থ হয়েছিলাম,, ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এর সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়নি। কিন্তু আমি স্যার এর ভিডিও গুলো দেখে সম্পুর্ণ সুস্থ হয়েছি ইনশাআল্লাহ,,, তাই স্যার এর জন্য আমার অশেষ ভালোবাসা এবং দোয়া,, স্যার যেন সারাজীবন সুস্থ থাকে এটাই আল্লাহর কাছে একমাত্র কাম্য,,,এখন সব কিছু পজিটিভ চিন্তা করতে ভালো লাগে।
ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এর সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়নি
লিজা অঅক্তার, সহকারী শিক্ষিকা,টাঙ্গাইল,

