মুরাদনগরের বধ্যভূমি ও গন কবর: উপজেলায় সবচেয়ে বেশি হত্যাকান্ড ঘটে চাপিতলা ও রামচন্দ্রপুরের নিকটবর্তী বাখরাবাদ গ্রামে। তবে তাদেরকে একত্রে কবর দেয়া হয়নি। অধিকাংশ শহীদদেরকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিজ হাতে শহীদ মুক্তিযোদ্ধার কবর পরিষ্কার করছেন- মুক্তিযোদ্ধা বান্ধব সাংবাদিক এন এ মুরাদ
তবে খামারগ্রামে ৩জন মুক্তিযোদ্ধার কবর একসাথে রয়েছে। এর মধ্যে ২ টি পাকা কবর। এরা হচ্ছেন বলিঘরের আবুল বাশার ও পুস্কুনীরপাড়ের রমিজ উদ্দিন।
খামারগাঁও ইসলামিয়া মাদ্রাসার
দক্ষিণে কোম্পানীগঞ্জ-নবীনগর রোডের পশ্চিম পাশে আবুল বাশারের কবর অবস্থিত।মুক্তিযোদ্ধা
মন্ত্রণালয় কর্তৃক কবরটি সংরক্ষণ করা হয়েছে। ” বীর মুক্তিযোদ্ধা সমাধি ” শিরোনামে
লিখা হয়েছে- পিতার নাম-পরচাঁন মিঞা, মাতার নাম-রাবেয়া খাতুন, সেক্টর-০২,
গ্রাম-বলিঘর, মুরাদনগর, কুমিল্লা।
.jpg)